Time is money

Tuesday, July 17, 2018

ল্যাপটপ কে বানিয়ে ফেলুন WIFI রাউটার।অসাধারন একটি ফ্রি ভাসন সফটওয়্যার।

“এবার ল্যাপটপ কে hotspot করুন।যেখানে ওয়াফাই নেই বানিয়ে ফেলুন সেখানে WIFI ZONE,অফিস কিংবা বাসায় কিংবা গ্রামের ভিতর যেখানে মডেম ব্যাবহার কারীগন তৈরী করতে পারবেন Wifi Zone”
সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া জানিয়ে আজ একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করতে বসলাম।নিয়মিত পোষ্ট দিতে পারি না তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরীর কাজ করছি তাই আগের মত সময় দিতে পারি না তারপরও আপনাদের ভালবাসার কথা মনে রেখে ছোট খাটো কিছু বিষয় নিয়ে পোষ্ট করতে বসে পড়লাম।
আজকের বিষয়টি অনেকেরই জানা আবার অনেকেরই অজনা ।বিষয়টি হল কিভাবে আপনি আপনার ল্যাপটপকে বিশেষ কোন মূহূর্তে hotspot করে ইন্টারনেট ব্যাবহার করবেন সেই সম্পর্কে আজকের এই আলোচনা।
বন্ধুরা আমরা সবাই জানি এন্ডোরেড মোবাইলকে hotspot করে একজন কিংবা তার অধিক ব্যাবহারকারি ইন্টারনেট ব্যাবহার করতে পারে।কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমি যে জায়গায় এখন সেখানে ল্যাপটপ রয়েছে এবং ল্যাপটপটি LAN কিংবা মডেম দ্বারা সম্পিকৃক্ত কিংবা WIFI দ্বারা সম্পৃক্ত যার পাসওয়াড আপনি জানেন না তাহলে এই সফটওয়্যারটি  আপনার জন্যই।কেননা এই সফটওয়্যার দ্বারা আপনি নিজেই hotspot করে অন্য ডিভাইসকে কানেক্ট করতে পারবেন।
সুবিধাঃ-
১.ল্যাপটপকে কিংবা ডেক্সটপকে(desktop এর জন্য wifi dongle লাগবে)সহজেই hotspot করা যায়।
২.পাসওয়াড নিজের মন মত সেট করা যায়।
৩.ফাইল ট্রান্সফার করা যায়।
৪.স্পম্পূর্ন ফ্রি ভাসন সফটওয়্যার যার দরুন এটি ব্যাবহারের কোন সময়সীমা নেই।
অসুবিধাঃ
তেমন বিশেষ কোন অসুবিধা নেই বললেই চলে।কিন্তু এটা ঠিক যে লেপটপটি hotspot করবেন অবশ্যই তা hotspot সাপোটেট থাকতে হবে।
ইন্সটল করার আগে: