Time is money

Wednesday, September 30, 2015

সত্যিই কি পৃথিবীর বাইরে অন্য কোন গ্রহে ঘুরে এসেছেন তাঁরা? z5

পৃথিবীর বাইরে চাঁদে তো মানুষ কত আগেই ঘুরে এসেছে। আজকাল অন্য গ্রহে, মানে মঙ্গলে তো মানুষ বসবাস করার চিন্তা-ভাবনাও করে চলেছে। কিন্তু এতো গেল সামান্য কিছু হাতে গোনা মানুষের কথা যারা মহাকাশযানে চড়ে, বিশেষ নিরাপত্তা নিয়ে তবেই গিয়েছেন পৃথিবীর বাইরে।

কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষও আছেন যারা কিনা নিজের ঘরে বসেই চলে গিয়েছে অন্য গ্রহে!
না, সিনেমায় নয়। একেবারে বাস্তবেই। অন্তত সেই মানুষগুলো সেটাই মনে করেন ও সবার কাছে দাবীও করেন। আসুন জেনে নিই এমন কিছু মানুষ আর
তাদের অন্য গ্রহে ভ্রমনের বিচিত্র অভিজ্ঞতার কথা। বলাই বাহুল্য যে সবগুলো অভিজ্ঞতাই অতিরঞ্জিত ও অতিকল্পিত। আর ভীষণ অদ্ভুতও বটে!
১. ডেনটন পরিবার
ডেনটন পরিবারে কেবল এক বা দুইজন নয়, সবাই-ই কম বেশি ঘোরাঘুরি করে ফেলেছেন এ গ্রহে সে গ্রহে। তবে শুরুটা হয় মিঃ ডেনটনকে দিয়েই। তিনি এবং তার স্ত্রী এলিজাবেথ দুজনেই ঘুরে এসেছেন আর কোথাও নয়, এই পৃথিবীরই অতীতে। সেখানে বিশালাকার পতঙ্গও দেখেন তারা। তাদের বোন অ্যানে ক্রিজ পরবর্তীতে একটি লাভার টুকরো
স্পর্শ করার সাথে সাথেই দেখতে পান বিশালাকার সমুদ্রকে। এছাড়াও এই পরিবার ও তাদের ছেলে শারমেন ঘুরে এসেছে শুক্র, বৃহস্পতি ও মঙ্গলেও। যেগুলোর ভেতরে মঙ্গলে প্রাণীর দেখা পায় তারা। কি বিচিত্র দাবী, তাই না?
২. এমান্যুয়েল সোডেনবার্গ
সুইডিশ এই দার্শনিক বলেন তিনি স্রষ্টা আর পরীদের দ্বারা স্বর্গ, নরক আর বিশ্বব্রহ্মান্ড ঘুরে এসেছেন। চাঁদের ব্যাপারে তিনি জানান সেখানে সাত বছর বয়সী বাচ্চাদের মতন মানুষ বাস করে।
শুক্রগ্রহের মানুষ দুই ধরনের। কিছু ভালো আর কিছু খারাপ। অন্যদিকে বুধ গ্রহের মানুষেরা
অনেকটা পৃথিবীরই মতন। এছাড়াও বৃহস্পতি, শনি আর মঙ্গলগ্রহকে নিয়েও টিউমেন্ট করেন তিনি। সেখানকার মানুষদেরকে নিয়ে নিজের মতামত জানান। বাকীগুলোর কথা তিনি জানতে পারেননি তার কারণ হয়তো এটা যে, তখনো সেগুলো আবিষ্কৃত হয়নি! বুঝতেই পারছেন, অতি কল্পনা ছাড়া এগুলো আর কিছুই নয়!
৩. হাওয়ার্ড মেনগার
১০ বছর বয়স থেকেই হাওয়ার্ড অন্য পৃথিবীর সাথে যোগাযোগ করতে শুরু করেন। নিজের
অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন হাওয়ার্ড যে, একদিন বনের ভেতরে হাঁটবার সময় তার দেখা হয় বুধ গ্রহের এক মানবীর সাথে। যে কিনা তাকে জানিয়েছিল সে অন্যরকম এবং বিশেষ ক্ষমতা
সম্পন্ন। এরপর সেনাবাহিনীতে যোগদান করেন হাওয়ার্ড। এরপর সেখান থেকে অবসর নিয়ে অন্য
গ্রহ থেকে পৃথিবীতে ঘুরতে আসা মানুষগুলোকে সাহায্য করে দিন কাটাতে থাকেন। নিজের কাছে
ঘুরতে আসা বুধ ও মঙ্গলের প্রানীদের কথা তিনি বলেন। একটা সময় বুধ গ্রহের এক নারীর সাথে
সম্পর্ক গড়ে উঠলে হাওয়ার্ড জানতে পারেন যে তিনি আসলে শনিগ্রহের সোল ডু নারু নামের এক প্রাণী। যে কিনা মৃত হাওয়ার্ড মেনগারের শরীরে বসবাস করছে! সত্যি হোক বা মিথ্যা, সায়েন্স ফিকশনের প্লট হিসাবে কিন্তু বেশ চমৎকার!
৪. ক্যাপ্টেন কায়ে
২০১৪ সালে ক্যাপ্টেন কায়ে নামের একজন বাঁশিবাদক দাবী করেন তিনি তার ২০ বছর
জীবনের ১৭ বছর কাটিয়েছেন মঙ্গলের সেনাবাহিনীতে। যেখানে এমডিএখ-এ ছিলেন তিনি। সেখানে মানব সমাজের রক্ষার জন্যে নিয়োগ করা হয়েছিল তাকে। কিন্তু পরবর্তী এক দূর্ঘটনায় গ্রহের ১,০০০ জন মারা যায় এবং তার দলের মাত্র ২৭ জন বেঁচে ফেরে। তাদের ভেতরে তিনিও একজন। কায়ের কথাকে সমর্থন করে মাইকেল
রেলফে নামের একজন মানুষও জানান যে তিনিও ২০ বছর ধরে এমডিএফ-এ আছেন। পরবর্তীতে জানা যায় ক্যাপ্টেন কায়ের আসল নাম রেন্ডি ক্র্যামার, যিনি কিনা পরবর্তীতে আরো অনেক তথ্য সরবরাহ করেন। এখন দুই দুইজন ভিন্ন মানুষ একই কল্পনা করছেন, বিষয়টি একটু বিচিত্রই বটে!
৫. ডানা হাওয়ার্ড
নিজের শুক্রগ্রহ ভ্রমণ নিয়ে বেশ কিছু বই লেখেন ডনা হাওয়ার্ড। সেগুলোর ভেতরে উল্লেখযোগ্য
হচ্ছে- মাই ফ্লাইট টু ভেনাস, ডায়ানে: শি কেম ফ্রম ভেনাস, ওভার দ্যা থার্সহোল্ড এবং ভেস্তা-দ্যা আর্থবর্ন ভেনাসিয়ান। ১৯৩৬ সালে প্রথম ২৫০ সেন্টিমিটার লম্বা এক ভেনাসিয়ান ডায়ানের সাথে দেখা করেন ডানা। নিজের বইয়ে সেসবের বর্ণনা দেন তিনি। সেবার ডায়ানে চলে গেলেও পরবর্তীতে আবার দেখা হয় ডানার নারীটির সাথে। তাদের প্রযুক্তি, জীবন আর সবকিছু নিয়ে সেবারই পুরোপুরি কথা বলেন তিনি। বলাই বাহুল্য, ডানার কল্পনা শক্তি ছিল অসাধারণ। নতুবা এতগুলো বই লিখে পারতেন না তিনি।
তথ্যসূত্র- 10 People Who Claimed To Visit Other Planets

গ্রামীণফোনে ২৫০ এমবি ইন্টারনেট একদম ফ্রী (৩০-০৯-১৫) z5

গ্রামীণফোনে ২৫০ এমবি ইন্টারনেট একদম ফ্রী (৩০-০৯-১৫)
তবে এ অফারটি সবাই পাবেন না। আমার ৪টা সীমের ১টিতে আমি পেয়েছি। চেষ্টা করে দেখতে তো কোন ক্ষতি নেই। প্রথমে আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন G1 এবং পাঠিয়ে দিন 9999 নাম্বারে।
যদি ভাগ্য ভাল থাকে তাহলে সাথে সাথেই পেয়ে যাবেন। এ অফার বিষয়ে কোন শর্ত আমার জানা নেই তাই বলতে পারলাম না। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

Monday, September 28, 2015

দেখে নিন সকল প্রয়োজনী্য ওয়েবসাইট এর নাম ও লিঙ্ক [আপডেট] z5

আমাদের সব সময় আনেক সাইটের নাম মনে রাখার সরকার হয় কিন্তু সব সাইটের নাম কি আর কেই মনে রাখতে পারে? তাই একসাথে আমার দেখা কিছু সাইট এর নাম দিলাম

প্রথমেই আসি প্রযুক্তি বিসয়ে

১।ট্রিকবিডি দারুন একটি ব্লগ যা পরলে আমার মনে হয় আর কোন বাংলাদেশী ব্লগ পড়ার প্রয়োজন নাই ‘
২। পিসিহেল্পলাইনবিডি আগে ভাল ছিল কিন্তু এখন আর সেই রকম টিউনার নাই

খেলার খবরের জন্য

১। ক্রিক ইনফুঃ ভাল খেলার নিউজ দেয়। নিঃসন্দেহে। আম্আর নিয়মিত প্রবেশ ছিল এই সাইটে। কিন্তু কিছু নিউ ফিচারের কারনে আর এটা আগের মত লাগে না
২। ক্রিকবাজঃ খেলার নিউজ, লাইভ আপদেট এর জন্য আমার কাছে বতর্তমানে সেরা সাইট।

নিউজপেপার

অনলাইন পেপার

অনেক ভুয়া ভুয়া সাইট আছে যারা টাকা ইনকামের জন্য বানানো নিউজ দেয়। সো আমার কাছে এই দুইটাই ভাল লাগে

রেসাল্ট এর জন্য

দেশের মোবাইল অপারেটরদের সাইট

টিচার রেজিসট্রেশন এন্য

স্কুল কলেজের টিচারদের জন্য

সফটওয়্যার এর জন্য


লাইভ ক্রিকেট দেখতে ক্লিক করুন

যে কোন মুভির জন্য


আজ এই পর্যনই। এর বাইরএও অনেক ভাল সাইট আছে।  ভাল থাকবেন সবাই

Sunday, September 20, 2015

জানার মাঝে অজানা কিছু মজার তথ্য – মিলিয়ে নিন কি জানেন আপনি [ পর্ব ২ ]z5

আসসালামুআলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি সবাই  ভালোই আছেন । যাহোক আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি ।  প্রথম পর্বটা অনেক দিন আগেই করা হয়েছে । ভেবেছিলাম খুব তাড়াতাড়িই ২য় পর্ব লিখবো । কিন্তু সময় ব্যাপারি আর কারেন্ট বাবাজির জন্য লেখা সম্ভব হয় নি । আজ বিকালের গনিত কোচিং বন্ধ । ব্যাস,সময় মিলে গেল,তাই ২ টা টিউন লিখতে বসে গেলাম । একটা অর্ধেক লিখেই আর লেখার ইচ্ছে হচ্ছে না । আশা করি সেই প্রতিবেদনটি দুই-একদিনের মধ্যেই পাব্লিশ করবো ইনশাহআল্লাহ । আপাতত ওই প্রতিবেদনটি পড়ার আগে কিছু তথ্য জেনে রাখুন ।
১ । প্রতি ৪০০ বছরে,১৩ বার লিপ ইয়ার শুরু হয় শনি, সোম আর বৃহস্পতিবার দিয়ে। সেই বছরগুলোতে ২৯ ফেব্রুয়ারি হয় যথাক্রমে রবি, মঙ্গল আর বৃহস্পতি। ১৪ বার লিপ ইয়ার শুরু হয় মঙ্গল আর বুধবার দিয়ে, আর ২৯ ফেব্রুয়ারি হয় যথাক্রমে শুক্র আর শনিবার।
২ । চিউয়েবল টুথব্রাশ নামে একটি মজার টুথব্রাশ আছে, যেটি দিয়ে দাঁত মাজতে পেস্ট-পানি কিচ্ছু লাগে না, মুখে নিয়ে কিছুক্ষণ চাবালেই হয়! তারপর ফেলে দিলেই দাঁত একদম পরিস্কার! খবরদার ব্যাচেলররা কিন্তু ওই পেস্ট খাবেন না !!!!
৩ । দুনিয়া জুড়ে হিসাব করলে প্রতি বছর প্লেন ক্রাশে যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় গাঁধার পিঠ থেকে পড়ে। এ জন্যই বোধহয় মানুষ গাধার পিঠে না, প্লেনে করেই বিদেশ বেশি যায়।
৪ । গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ করতে গিয়ে রবি ঠাকুর কিন্তু পুরো বইটার হুবুহু অনুবাদ করেননি। মোট ১০৩টা কবিতার মধ্যে ৫২টা কবিতা নিয়েছিলেন বাংলা ‘গীতাঞ্জলি’ থেকে। বাকিগুলো নিয়েছিলেন ‘গীতিমাল্য’, ‘নৈবেদ্য’ আর ‘খেয়া’ বইগুলো থেকে। তাইতো বলি গুরুজি আমার আগে নোবেল পাইলো ক্যান ( আমি তো ওনার চেয়েও বেশি রিমিক্স করতে পারি ) ।
৫ ।  পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশিরভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে। (তাইতো কই এত মাছ খাই, কিন্তু আঁশগুলো যায় কোথায়!)
৬ । আমেরিকার শহরের মানুষ খুব কমই সাইকেলে চড়ে; হিসেব করলে তা ১ শতাংশও হবে কিনা সন্দেহ। অনেকটা আমাদের দেশের ঢাকা শহরের মতো আরকি! সে তুলনায় ইউরোপের শহরে মানুষ অনেক বেশি সাইকেলে চড়ে বেড়ায়। এই যেমন ইতালির শহরগুলোর যানবাহনের ৫%-ই সাইকেল। আর নেদারল্যান্ডে তো সংখ্যাটা আরো বেশি, প্রায় ৩০%। ওখানে নাকি প্রতি ৮ জন মানুষের মধ্যে ৭ জনেরই সাইকেল আছে! হি হি হি এই জন্যই কোয়েল মল্লিক শুটিং এর জন্য সাইকেলটাই বেছে নিয়েছিলেন ।
৭ । বর্তমানে চীন  পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণকারী দেশ । অবশ্য কিছুদিন আগেও কিন্তু চীন পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণকারী দেশ ছিলো না । আগে সবচেয়ে দূষণকারী দেশ ছিলো আমেরিকা । একবার চিন্তা করেন, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ৫% লোক ওখানে বাস করে, আর কিনা পৃথিবীর মোট দূষণের ২৫% দূষণই করে ওই ৫% লোক!!!
৮ । কোন কথা না বলেই মানুষ তার তার মুখ দিয়ে হাজার রকম ভাব প্রকাশ করতে পারে ।  রাগ, অভিমান, মেজাজ এইসব আরকি । কিন্তু এগুলোর ভেতরে আমরা সবচেয়ে বেশী কি করি জানেন ? হাসি  ! হি হি হি হি হি !
৯ । বিজলি চমকানোর তুলনায় ভূমিকম্প কিন্তু অনেক কম হয়। তাই বলে ভাইবেন না সে নিতান্তই কম। প্রতি বছর ভূমিকম্প হয় প্রায় ৫ লক্ষ বার! তবে তার বেশিরভাগই এতোই মৃদু হয়, যে আমরা টেরই পাই না!
১০ । বেঞ্জামিন ফ্রাংকলিন চেয়েছিলেন আমেরিকার জাতীয় পাখি হোক টার্কি (এক ধরনের বড় মোরগ)। কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আমার সপ্ন পুরন হইবোই, “ আমি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল চাই” । দেখছেন আমার সপ্ন পূরন হয়েছে ।
১১ ।  বিজ্ঞানি টমাস আলভা এডিসন অনেক আগে একটি হেলিকপ্টার বানানোর বুদ্ধি করেছিলেন যেটা চলবে বন্দুকের বারূদ দিয়ে। কিন্তু তার এই বুদ্ধিটা খুব একটা বুদ্ধিমানের মত ছিল না, কারণ এটা বানাতে যেয়ে তিনি তার পুরো ল্যবরেটরি উড়িয়ে দিয়েছিলেন (ভাজ্ঞিস,উনি উড়ে যান নি) ।
১২ । অংকে এক মিলিয়ন লিখতে ৭টি সংখ্যা লাগে। তেমনি ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতে ৭টি অক্ষর লাগে। আই এম সিরিয়াস,কথা সত্য হইলে টেকটিউনস মিস দিবেন না ।
১৩ । মুরগিরে আবার মাছি বলে ধইরেন না । মুরগিকে কিন্তু পাখি বলে ধরা হয় । তো এ পর্যন্ত একটি মুরগি শূন্যে ডানা ঝাপ্টে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড হচ্ছে ৩০২ ফুট। হায়রে মুরগি!!!
১৪ ।  জনাব,আপনি কি মাকড়সা ভয় পান? ভয় পাওয়ার কিছুই নেই, ওরা খুব নিরীহ। কিন্তু আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সাকে ভয় পেতেই হবে। ওরা এতো বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।
১৫ ।  একটার ওপর একটা বিশাল বিশাল ব্লক বসিয়ে তৈরা করা হয়েছে মিশরের পিরামিডগুলো । তাতে একটা দুটো নয়, যেমন ধরেন গির্জার পিরামিড বানাতে লেগেছে আড়াই মিলিয়ন ব্লক। আচ্ছা, তা না হয় বানালো কিন্তু বসে বসে গুনলো ক্যাডা ?
১৬ । অজ্ঞান হয়ে উল্টে পড়ার সময় পিপঁড়ারা সবসময় তাদের ডান দিকে পড়ে। কাজেই কোন পিপঁড়াকে যদি বাম দিকে উল্টে থাকতে দেখেন , বুঝে নিবেন এটি নিশ্চয়ই স্কুল ফাঁকি দেবার জন্য অজ্ঞান হবার অভিনয় করছে।
১৭ । বাংলাভাষায় বিশ্বের বিশ কোটিরও বেশি মানুষ কথা বলে। এসব মানুষের বেশির ভাগই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করে।
১৮ । গোল্ড ফিস ছোট্ট হলে কি হবে, ওদের কেউ কেউ ৪০বছর পর্যন্তও বাঁচতে পারে । হুম,সাবধান কিছু গোল্ডফিশ কিন্তু আপনার চেয়েও বড় । অতেব গোল্ডফিশের সাথে সন্মান দিয়ে কথা বলবেন ।
১৯ । ডলফিন নিয়েতো অনেক কিছুই জানেন । একটা মজার বিষয় জানেন কি, ডলফিন কখনোই পুরোপুরি ঘুমায় না? হ্যা, সত্যি সত্যিই ওরা কখনোই পুরোপুরি ঘুমায় না। সবারই কিন্তু মস্তিষ্কের দুটো অংশ আছে। এগুলোকে ইংরেজিতে বলে হেমিস্ফেয়ার। একটা হলো ডান হেমিস্ফেয়ার বা ডানার্ধ, আরেকটা বাম হেমিস্ফেয়ার বা বামার্ধ। আর ওরা যখন ঘুমায়, তখন এই দুটোর একটা ঘুমায় তো আরেকটা জেগে থাকে। ফলে সবসময়ই ওরা একটু হলেও সচেতন থাকে। সাবধান,ডলফিন ঘুমিয়ে থাকলেও এর সামনে কোন সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করবেন না,ব্যাটা কিন্তু বড্ড শয়তান ।
২০ । ইলা মিত্র যে খুব বড়ো মাপের নেত্রী ছিলেন, সেই সঙ্গে ছিলেন তুখোড় অ্যাথলেট, সেই সব গল্পই তো আমরা বিশেষ রচনাতে পড়ে ফেলেছি। কিন্তু জানেন কি,  তিনি লেখকও ছিলেন? তিনি একগাদা রুশ বইয়ের অনুবাদ করেছিলেন। তার মধ্যে আছে ‘হিরোশিমার মেয়ে’, ‘জেলখানার চিঠি’, আরো কত্তোগুলো!
বিঃদ্রঃ তথ্যগুলো সবই গুগল মামার কাছ থেকে ধার করা । তাই কোন কিছু ভূল হলে লেখক দায়ী নয় । তথ্যগুলো সংরহ করে যথাসাধ্য পরিশ্রম করে একটু ভিন্নভাবে আপনাদের কাছে পরিবেশনের চেষ্টা করলাম ।

Saturday, September 19, 2015

বিট কয়েন ইনকাম করুন, একাউন্ট খোলা থেকে কাজ করার নিয়ম z5

bitcoinআমি একজন নতুন টিউনার তাই ভুল হলে ক্ষমার চোঁখে দেখবেন, যারা এখন ও বিট কয়েন কি সেটা জানে না তারা আমার এই পোষ্ট পড়ে বিট কয়েন সম্পর্কে পুরপুরি জানতে পারবে এবং বিট কয়েন সম্পর্কে জানা সামান্য ধারনাতে অন-লাইনে বসে ইনকাম করতে পারবে।
বিট কয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বিট কয়েন এর দাম
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ২৩৫.৬০ ডলার
অর্থাৎ 1 BITCOIN = $235.60
এ দাম প্রায় প্রত্যেক দিন বাড়ছে আর কমছে তাই কেউ এর সঠিক দাম বলতে পারবে না।
বিট কয়েন লেনদেন
বিট কয়েন লেনদেন অনেকটা পেইজা, পেপাল, মানি বুকার্স লেনদেন এর মত,
অথ্যাৎ আপনার একটা ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট থাকবে যেখানে আপনার সকল বিট কয়েন জমা থাকবে।
আপনি আপনার প্রয়োজন মত সেই কয়েন তুলতে পারবেন।
আয় কি ভাবে করবেন
আপনার যে ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট আছে সেটা থেকে বিট কয়েন অ্যাড্রেস তৈরি করে সেই অ্যাড্রেস অন্যান্য বিট কয়েন ইনকাম করার সাইটে দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ করে দিলে তারা তাদের হিসাব মত বিটকয়েন আপনাকে দিবে।
সেই বিট কয়েন আপনার ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট যোগ হয়ে যাবে।
কি কাজ করতে হয়
১) এড দেখে ইনকাম করতে পারেন,
২) গেম খেলে ইনকাম করতে পারেন,
৩) ভিডিও দেখে ইনকাম করতে পারেন,
৪) রেজিষ্টেশন করে ইনকাম করতে পারেন,
৫) রেপারেল করে ইনকাম করতে পারেন,
ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি
১) ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি করার জন্য এই লিংকে প্রবেশ করুন
২) উপরের মত রেজিস্ট্রেশন ফরম আসলে, রেজিস্ট্রেশন ফরমের
আপনার email,আপনার Password দিয়ে,Create Bitcoin Wallet এ ক্লিক করুন
৩) আপনার eMail এ গিয়ে আইডিটি ভেরিপাইড করুন
হয়ে গেলে ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট
বিট কয়েন অ্যাড্রেস তৈরি
১) বিট কয়েন আইডি লগিন করে Setting এ গিয়ে Bitcoin Addresses এ ক্লিক করুন এখানে আপনার জন্য একটি অ্যাড্রেস তৈরি করা থাকবে, যেহেতু আপনি কয়েকটি সাইট থেকে ইনকাম করবেন সেহেতু আপনার কয়েকটি বিট কয়েন অ্যাড্রেস দরকার, নতুন অ্যাড্রেস তৈরি করতে 1) + Create New Address এ ক্লিক করুন
ইনকাম করার সাইট
আজকে একদিনে একসাথে এত কাজ করতে আপনাদের সমস্যা হবে তাই আজকে ইনকাম করার জন্য একটা সাইট দিব পরে আরো সাইট দিব
১) প্রথমে এই লিংকে প্রবেশ করুন
২) উপরের মত রেজিস্ট্রেশন ফরম আসলে, রেজিস্ট্রেশন ফরমের
1) তৈরি করা বিট কয়েন অ্যাড্রেস
2) আপনার Password দিয়ে
3) আপনার eMail দিয়ে
SIGN UP এ ক্লিক করুন
এর পর প্রতি এক ঘন্টা পর পর আপনি নিছের মত একটা একটা কেপচা পাবেন এ কেপচা পূরণ করে ROLL এ ক্লিক করলে আপনি ৩৫০ সেতুসি ৩০০০০০০০+ ও পেতে পারেন, আপনি যদি প্রতি সোমবারের আগে ৬০০০ সেতুসি করতে পারেন তবে সে সেতুসি রবিবার রাতে আপনার একাউন্টে যোগ হয়ে যাবে, আপনি চাইলে আপনার কেপচা পূরন করে ইনকাম করা সেতুসি দিয়ে বাজি ধরে সেতুসি ইনকাম করতে পারেন।

Wednesday, September 16, 2015

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলো এখনি সংগ্রহ করে রাখুন z5

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা এখনি সংগ্রহ করুন।আমরা জানি সোসিয়াল বুকমার্কিং একটি স্মার্টনেস্ট পদ্দতি। যার মাধ্যমে আপনি আপনার সাইট কে দ্রুত এবং অনেক সহজেই সার্চ ইঞ্জিনের কাছে র‍্যাংক করাতে পারবেন।এবং এটা একটা গুরুত্বপূর্ন লিংক হিসেবে কাজ করে।এমনকি শুধুমাত্র লিংকের কাজটাই করে না সেখান প্রচুর পরিমানে ভিসিটর পেতেও আপনাকে সাহায্যে করবে।অনেক SEO বিজ্ঞরা মনে করেন।একটি সাইটের ভিসিটর এবং র‍্যাংকের ক্ষেত্রে ৩৫% ভূমিকা রাখে (২০১৪ সালের আপডেট অনুযায়ী) তবে যে সব সোসিয়াল সাইট আপনার সাইট কে র‍্যাংক বাড়াতে তা কিন্তু নয়।তার মধ্যে যে সাইট গুলা ডু-ফলো একমাত্র সেই সাইট গুলাই আপনার সাইটের র‍্যাংক বাড়াতে সাহায্য করে। আর সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা হচ্ছে লিংক বিল্ডার দের জন্যে একটা যুগান্তকারী সহায়ক।
এছাড়া যারা বিভিন্ন প্লাটফর্মে কাজ করেন তাদের একমাত্র ভরসা হিসেবে কাজ করে এই সাইট গুলা। যাই হোক এতক্ষন জানলেন সোসিয়াল বুকমার্কিং সাইট গুলার প্রয়োজনীয়তা এখন আমি একদম আপডেট ২০১৫ সালের হাই পেজ র‍্যাংক ডু-ফলো সোসিয়াল বুকমার্কিং সাইট গুলোর একটা লিস্ট দিলাম আজই সংগ্রহ করে রাখুন অবশ্যই কাজে লাগবে
সাইটগুলো দেখতে সাইটের নামের উপরে ক্লিক করুন

Root এবং Unroot? সে তো ক্লাস টু এর বই! কবেই শেষ।z5

Expert রা দয়া করে ধৈর্য নিয়ে পড়ুন, শেষে চমক আছে।
টিউন টি মূলত নতুন ইউজারদের জন্য যারা এখনও Root / Unroot করতে পারেন না। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম “Framaroot”। অনেকেই হয়তো এটার সাথে পূর্বপরিচিত। Framaroot বর্তমানে 2.0 থেকে 4.2 Android ভার্সন ফোন সমর্থন করে। এ ছাড়া আমরা জানি যে ফোন একবার রুট করলে ফোন এর ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফোন কোম্পানি এর ওয়ারেন্টি দিবে না। কিন্তু Framaroot দিয়ে রুট করলে পরবর্তীতে রুট করা ফোন আনরুট করা যায়, যেটা পরবর্তীতে আপনার ফোনের ওয়ারেন্টি পাওয়ার পথে কোন সমস্যা করে না। তবুও বলে রাখি, যা করবেন নিজ দায়িত্বে করবেন।
কম্পিউটার ছাড়া ফোন রুট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ঃ
ধাপ 1: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে “Framaroot” অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
ডাউনলোড করতে  এখানে   ক্লিক করুন।
ধাপ 2: যদি কম্পিউটার এ ডাউনলোড করে থাকেন তাহলে Framaroot কম্পিউটার থেকে আপনার ফোন মেমরিতে কপি করে নিন।
ধাপ 3 : Framaroot.apk ফাইলটি আপনার ফোন এ Install করুন।
ধাপ 4 : অ্যাপ্লিকেশানটি open করে নিচের মত “Install Superuser” option select করুন। তারপর নিচের মত যে কোন একটা exploits (Boromir / Faramir) select করুন।
আমাদের দেশ এর বেশিরভাগ সেট symphony, Walton, Maximus and other Chaina handset তাই আপনারা Boromir select করবেন।
ধাপ 5 : আপনি সফল হলে নিচের মত একটা মেসেজ দেখাবে।
ধাপ 6: এরপর আপনার ফোন কে  Reboot অথবা Restart করতে হবে।  Reboot করার পর আপনার ফোন মেনু তে "SuperSu" নামে একটি নতুন App যোগ হবে।
ধাপ 7 : সফল না হলে অন্য expoilt (Faramir) select করে  আবার একই পথ অনুসরণ করুন।
রুট সফল হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য “Root Cheker” app টা ইন্সটল করুন।
নিচের মত দেখালে বুঝবেন আপনি সফল হয়েছেন।
“Root Checker” app টা ডাউনলোড করতে   এখানে  ক্লিক করুন।
এবার আসুন আনরুট করার পদ্ধতি তে। পদ্ধতিটা খুবই সহজ। Framaroot app টা ওপেন করে “Install Superuser” এ ক্লিক করলে “Unroot” অপশন সিলেক্ট করুন। তাহলেই হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত Unroot। 😆

রুট, CWM recovery এবং রম ব্যাকআপ করুন আপনার Symphony Xplorer W150 এর z5

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক ভাল আছেন। খুব সহজেই আপনি আপনার সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ টি রুট করে এতে ক্লক ওয়ার্ড মোড রিকভারী (CWM) ইন্সটল করতে পারবেন। এটি এতটাই সহজ যে আপনি নিজেও অবাক হবেন। তবে এই কাজের জন্য আপনার যা প্রয়োজন হবে তা হলঃ Farmaroot, Mobile Uncle Tools এবং সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ এর রিকভারী ইমেজ। সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ একটি রিব্রান্ডেড ফোন যা বলাই বাহুল্য। এতে আছে, এইচডি আইপিএস ডিসপ্লে (১২৮০x৭২০ পিক্সেলস), ১.২ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর (মিডিয়াটেকের MT6589), জিপিইউ হিসেবে আছে ইমাজিনেশন টেকনোলজির PowerVR SGX544MP, ১ গিগা বাইটের র‍্যাম, ৪ গিগাবাইটের রম যার মধ্যে ১.৬ গিগা বাইট ফোন স্টোরেজ আর এপ্লিকেশন ইন্সটল করার জন্য ১০০৮ মেগা বাইট মেমরি, ৮ মেগা পিক্সেল রেয়ার আর ২.১ মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ব্লুটুথ ভার্সন ৪.০, ওয়াইফাই, ৩জি আর ১৮০০ মিলি এম্পিয়ারের ব্যাটারী। সেন্সর হিসেবে আছে, প্রক্সিমিটি, লাইট, ম্যাগনেটিক ফিল্ড, ৩ডি এক্সিলারেশন এবং ডিসটেন্স সেন্সর, সেই সাথে জিপিএস। এটি অন্যান্য  যে যে নামে পাওয়া যায় তা'হলঃ QMobile A900/Life Play/Gionee elife E3.
যা হোক এবার প্রথমেই প্রয়োজনীয় সফট্‌ওয়্যার গুলো ডাউনলোড করার পালা।

আসুন ডাউনলোড করা যাক প্রয়োজনীয় এপ্লিকেশন গুলো।

####Farmaroot 1.9.1 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ১.০৩ মেগা বাইট

####Mobile Uncle Tools ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ১.২৮ মেগা বাইট

####Symphony Xplorer W150 recovery.img ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ৫.৮৮ মেগা বাইট

ডাউনলোড করা শেষ তাহলে ফাইল গুলো আপনার মোবাইলের মেমরি কার্ডে ট্রান্সফার করে নিন। আর হ্যা মনে রাখবেন recovery.img ফাইলটি অবশ্যই মেমরিকার্ডের রুটে রাখবেন। কোন ফোল্ডারে রাখবেন না। এবার নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
আপনার মোবাইলে Settings>>Developmen>>USB Debuggin অন রাখবেন এবং Install apps form Unknown source চেক্‌ড রাখবেন।
১. প্রথমেই ফার্মারুট ইন্সটল করে নিন।
২. ফার্মারুট রান করুন এবং Boromir এ ট্যাপ করুন।
৩. নিচের ছবির মত একটা কনফার্মেশন ম্যাসেজ দেখতে পারবেন।
৪. এবার আপনার মোবাইল রিস্টার্ট করুন।
৫. নিচের ছবির মত SuperSU নামের একটা এপ্লিকেশন ইন্সটলড পাবেন। (সুপার ইউজার)
৬. এবার Mobile Uncle Tools ইন্সটল করুন. এবং রান করুন।
৭. সুপার ইউজার একসেস গ্রান্ট করুন।
৮. Recovery Update এ ট্যাপ করুন।
৯. Recovery file in SDCard  এর নিচের recovery.img তে ট্যাপ করে OK করুন।
১০. reboot into recovery mode এ OK করুন।
১১. এখন আপনার মোবাইল CWM রিকভারী মোডে চালু হবে।
১২. এখন ভলিউম (+) (-) ও পাওয়ার বাটন দিয়ে কিংবা স্ক্রীনের নিচের টাচ প্যানেলে কিংবা সরাসরি ট্যাপ করে ব্যবহার করতে পারবেন।
আপনার রমের ব্যাকআপ নেওয়ার জন্য Backup/Restore অপসন টি থেকে ব্যাকআপ করে নিন। আপনার মেমরি কার্ডে clockwordmod নামের একটি ফোল্ডার তৈরি হবে যার মধ্যে ব্যাকআপ করার তারিখ সময় এর একটা ফোল্ডার পাবেন। এটিই আপনার রমের ব্যাকয়াপ। পরবর্তীতে রম রিস্টোর করার সময় মোবাইল বন্ধ অবস্থায় ভলিউম রকার আপ (+) বাটন ও পাওয়ার বাটন এক সাথে কিছুক্ষণ ধরে রাখলেই ফোন রিকভারী মোডে অন হবে এবং Backup/Restore অপসন টি থেকে রিস্টোর করে নিতে পারবেন।

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০৬] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Symphony W150 স্মার্ট ফোন।z5

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনারSymphony W150  এন্ড্রয়েড ফোন।
এই পদ্ধতিতে যে ফোন গুলো ফ্ল্যাশ করতে পারবেন তার লিস্ট নিচে দেওয়া হলো।
ধাপ ১ঃ এই Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ।
ধাপ ২ঃ আপনার এন্ড্রয়েড ফোন বন্ধ করুণ এবং ব্যাটারি খুলে ফেলুন।
ধাপ ৩ঃ আপনার Symphony W150 ফোনের স্টক রম ডাউনলোড করুণ এবং ফাইলটি আপনার কম্পিউটারে  Extract করুণ।
ধাপ ৪ঃ ডাউনলোড এবং আপনার কম্পিউটারে SP Flash Tool (Smart Phone Flash Tool) Extract করুণ। Extract করার পরে নিচের ছবির মত দেখতে পাবেন।
Smart Phone Flash Tool Extracted Files
ধাপ ৫ঃ এখন Flash_tool.exe ওপেন করুণ (এটি ধাপ ৬ এ দেখতে পাবেন)।
Open SP Flash Tool
ধাপ ৬ঃ এখন SP Flash Tool.exe টি ওপেন হইছে। ডান পাশের Scatter-Loading বাটনে ক্লিক করুণ।
Smart Phone Flash Tool
ধাপ ৭ঃ এখন Scatter-Loading ফাইলটি খুঁজুন (আপনার ডাউনলোড করা স্টক রমের Firmware ফোল্ডারে পাবেন)।
Locate Scatter File in SP Flash Tool
ধাপ ৮ঃ এখন উপরের Download বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।
Begin Stock Rom Flash Process
ধাপ ৯ঃ এখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া) Usb Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর Voloum Up বা Voloum Down চাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে।
ধাপ ১০ঃ যখন ফ্ল্যাশ সম্পূর্ণ হবে, তখন Download ok (সবুজ বৃত্ত) পপআপ বার্তা পাবেন।
Green Ring in Smart Phone Flash Tool
ধাপ ১১ঃ এখন আপনার কম্পিউটার থেকে Smart Phone Flash Tool টি ক্লোজ করুণ এবং আপনার এন্ড্রয়েড ফোনটি কম্পিউটার থেকে Disconnect করুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।
মনে রাখবেনঃ
  • আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
  • উপরের Installable USB Drivers টি প্রায় সব এন্ড্রয়েড ফোন কাজ করবে।
  • আপনাদের যার যেই ফোনের স্টক রম লাগবে তা কমেন্টে জানাবেন।

কম বয়সে বিয়ে করার ৬টি উপকারিতা.? z5

বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকে বলেন- বিয়ে এবং সম্পর্ক আসলে কী তা বুঝে তবেই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত। আর বিয়ের সাথে অর্থনৈতিক বিষয়ও জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না।
কিন্তু সত্যি বলতে কি, দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত কিন্তু বুদ্ধিমানের মতো কাজ। বয়স একটু কম থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত। এতে জীবনটা অনেক বেশিই সহজ মনে হবে আপনার কাছে। অনেক ধরণের সমস্যা থেকে অনায়াসেই মুক্ত থাকতে পারবেন। আসুন জেনে নিই কম বয়সে বিয়ে করার ছয়টি সুফল।
০১. আপনি যদি ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে যে, বিয়ে করা উচিত তাই বিয়ে করেছি। এ কারণে আগেই বিয়ে করা ভালো। যখন আবেগ কাজ করে অনেক।
০২. বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব এসে পড়ে। আর সন্তান হয়ে গেলে দু’জনের একান্ত সময় কাটানো খুব বেশি হয়ে ওঠে না। কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে অনেকটা সময় পাওয়া যায়। এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর থাকে।
০৩. ‘একজনের চেয়ে দু’জন ভালো’ -বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়। একাই সুখ-দুঃখ ভোগ করার চেয়ে দু’জনে ভাগাভাগি করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সে বিয়ে করলে জীবনের সবকিছু ভাগ করে নেয়া যায়। ফলে মানসিক চাপটাও কম পড়ে।
০৪. সন্তানের জন্য খুব ভালো মাতা-পিতার উদাহরণ হতে পারবেন যদি বিয়ে আগে করে ফেলেন। আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে। আর আপনার মানিসকতাও কিন্তু দিনকে দিন নষ্ট হতে থাকবে।
০৫. দুর্ভাগ্যবশত অনেকেই বিয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে। যদি অল্প বয়সে বিয়ে করার পর, আল্লাহ না করুন কোনো কারণে যদি সম্পর্ক ভেঙেও যায়, তারপরও জীবনটাকে নতুন করে গুছিয়ে নেয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায়।
০৬. আগে বিয়ে করলে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ কর কি’ ইত্যাদি বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।

Tuesday, September 15, 2015

এবার ২৪ ঘন্টায় মাত্র ৫-২০ মিনিট কাজ করে ইউসক্লিক্স থেকে আয় করুন মাসে ৩০০০-১০০০০ টাকা পর্যন্ত আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে by DON (ip problem -Part)z5

♦অবশ্যই কোনরকম সমস্যা হলে আমি Facebook এ আছি।।
যারা আগের তিন পর্ব দেখেন নি তারা দেখুন::
কোন সমস্যা বা সাহায্য লাগলে সরাসরি যোগাযোগ করুন facebook.com/bd.don
***যাই হোক আজ আমরা আইপি সমস্যা নিয়ে আলোচনা করিব।
১-/ এক সিম দিয়ে একাদিক এক্যাউন্ট খুলবেন না/লগ ইন করিবেন না।
২-/যদি লগ ইন করার সময় ip already used দেখায় তবে data connection – OFF করে ON করুন আর পুনরায় চেস্টা করুন।
৩-/ ২ নং পদ্ধতি যদি কাজ না হয় তাহলে বার বার এরকমভাবে করুন।।
৪-/ যদি 10 minit. এর banned করে তবে তাহলে ১০ মিনিট পর আবার ঢুকুন।
৫-/ যদি তাও না হয় তবে ৩-৮ ঘন্টা পর আবার ঢুকুন।।
৬-/ hide ip ব্যবহার করবেন না।
৭-/ wifi or broadbrand দিয়ে চালাবেন না।
৮-/ অন্য দেশের ip usedd করবেন না।
৯-/ আমার মতে এক সিম দিয়ে চালানোই সবচেয়ে ভাল
১০-/ রবি সিম দিয়ে না চালানোই ভাল, কারন এই সিমে সমস্যাটা বেশি হয়।।
ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।
আমাদের আপাতত আর কোন কাজ অজানা নেই।
আর কি এবার ইনকাম করুন নিশ্চিন্তে ঘড়ে বসে।।
আরেকটা খুশির খবর আছে তা হল।।
এরকম আরেকটা সাইট পেয়েছি যেটাতে প্রথম ১০ দিনেই এক ডলার পাওয়া যাবে reffer ছাড়াই।
ঈদের আগেই এটি আপনাদের সামনে তুলে ধরব।।
সবাই দোয়া করবেন আমার জন্য।

Monday, September 14, 2015

ঈদতো সামনে তাই নিয়ে নিন Mehendi দিয়ে কিরকম Style er হাত সাজাবেন সুন্দর একট Apps এখানে প্রায় ৫০০ ডিজাইন আছে!! Z5

 আপনাদের আবার নতুন একটা এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো।নিচে এপসটির সব ডিটেইলস এবং বর্ণনা দেওয়া হল।
নামঃ Mehedi Design-2015
সাইজঃ 6.4 mb
এন্ড্রইডঃ2.3 than higher
কাজঃ আপনি প্রায় ৫০০ ডিজাইনের নকসা পাবেন এপসটিতে।
তো আর দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
♣♣Download Here♣♣
নিচে Apps স্কিনসট দেখেন।
   
আমি সবসময় আপনাদের জন্য নতুন কিছু না কিছু নিয়ে পোস্ট করি। শুধু আপনি এপসটি ডাউনলোড করে ট্রাই করে দেখবেন এবং একটা কমেন্ট করবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।

হিন্দি Movie Brothers তো সবাই দেখেছেন এবার Brothers মুভি অ্যান্ড্রয়েড গেইমটি খেলুন”Brothers The Android Game”।এক কথায় অসাধারন খেলেই দেখুন।z5

আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি।  আমি আজকে আপনাদের সামনে  নিয়ে এসেছি”Brothers The Android Game”।গেইমটি হিন্দি মুভি Brothers এর অফিসিয়াল গেইম।গেইমটি ফাইটিং গেইম।না খেল্লে বুঝতে পারবেন না এর মজা।গেইমটির Size হল ৩৪.৯ মেগাবাইট।
2_brothers_clash_of_fighters
Brothers:Clash Of Fighters take part unlimited fighting contest.Send your fighter into the ring,Use different moves,defeat strong opponents.This game for android is based a same name movie.You’ll learn the store of two brothers who’ve become rivals participating in illegal ultimate fighting.Control the chosen fighter during the fight.Move around the ring dodging enemy attacks.Use unexpected punches and Kicks,perform devastating combo.Knockout your opponent and win the tourmament.
FileName : Brothers:Clash Of Fighters
 
FileSize : 34.9 MB
 
Current Version : 4.3
 
Requires Android : 4.1 & UP
Apps টি কেমন লাগলো আশাকরি জানাতে ভুলবেননা আমাকে 😎
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে ও মুভি দেখে।
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

অ্যান্ড্রয়েডের ( Android ) জন্য অলরাউন্ডার একটি অ্যাপ ( App)!! BlueTooth দিয়ে নেট শেয়ার করে নেট চালান ( App Size Only 250 KB ) নিয়ে রাখুন কাজে আসবে।

আপনারা সবাই কেমন আছেন,
আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে
যেন সব
সময় ভালো থাকেন। এই কামনা রইলো।
আজ আপনাদের জন্য
এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট
করছি যা অলরাউন্ডারের মতো কাজ
করবে ।
নিচ থেকে Download করে নিন।
 Click Hear To Dawnload 
কি কি করতে পারবেন।
1. ইউএসবি ইন্টারনেট (USB Internet)-
যারা ইউএসবি দিয়ে পিসি’তে ইন্টারনেট
চালান
2. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)-
যারা ব্লু-
টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট
চালান
3. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)-
যারা ল্যাপটপ
অথবা স্মার্টফোনে হটস্পট
তৈরী করে ইন্টারনেট
চালাতে চান । উপরের তিনটি কাজই
করা যাবে । আর
অ্যাপটিও সাইজে অনেক ছোট । কোন
প্রকার রুট করার
দরকার নেই ।