টিউন পড়ার আগে কয়েকটি উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓
★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠
★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ≠≠≠ ≠≠≠
★ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠
★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ≠≠≠ ≠≠≠
★ জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠
★কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ≠≠≠ ≠≠≠
সুপ্রিয় ★টেকটিউনার★ সবাই কেমন আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
টেকটিউন এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও মোটামুটি ভালো অাছি।।
আমি টেকটিউন এ আছি অনেকদিন প্রায়!
এর অাগেও অামি অাপনাদের সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓
আজ আমি আপনাদেরকে দুটি দারুণ সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব।
photo editor নিয়ে অনেক টিউন আপ্নারা দেখেছেন কিন্তু
এমন টিউন এর আগে হয়েছে কি জানা নেই।। আশা করি এই এডিটিং এর কাজ গুলো আপনাদের ভাল লাগবে।
প্রথমটির নাম "Eraser"এই সফটওয়্যারটির সবচেয়ে ভাল দিকটি হল যে,, আপনি এটি দিয়ে খুব নিখুঁত ভাবে ছবির- ব্যাকগ্রাউন্ড বদলাতে পারবেন।এটা দিয়ে আপনি মূলত আপনার ছবির চারপাশেরl সবকিছুই মুছে দিতে পারবেন একেবারে নিখুঁতভাবে।এর Manual mode দিয়ে আপনি screen. এর ওপর টাচ করে ব্যাকগ্রাউন্ড মুছতে পারবেন.। আর auto mode দিয়ে আপনি খুব সহজেই নিখুঁত ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছতে পারবেন। তাহলে দেরি না করে ডাউনলোড করে নিন।
এবার. আপনাদের সাথে যে এপ্স টি শেয়ার করব তা অনেক চেনা একটি এপ্স যাদের কাছে এটি আছে তারা এড়িয়ে যান.। যাই হোক, কাজের কথায় আসি। এই এপ্স টির নাম picsay pro এর সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি শুধু আপনাদের background change করা টা শেখাব। এটা খুবই সহজ.।প্রথমে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করবেন তা এই এপ্স টি থেকে সিলেক্ট করুন। তারপর ইফেক্ট এ গিয়ে ইনসার্ট পিকচার থেকে ইরাজার দিয়ে ব্যাকগ্রাউন্ড করা পিকচার টি সিলেক্ট করে সঠিক ভাবে রেখে আপনার এডিটিং শুরু করে নিন। ব্যাস কাজ শেষ। এছাড়া এই এপ্স টি দিয়ে আপনি আপনার ছবিকে আরও সুন্দর, কালারফুল করতে পারবেন ও বিভিন্ন text, sicker যোগ করতে পারবেন।
আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটি দিয়ে আপনি আপনার বডির যেকোন অংশ কেটে অন্য বডির অংশের সাথে এডজাষ্ট করতে পারবেন অত্যন্ত নিখুতভাবে।
তা হলে আর দেরি কেন ডাউনলোড করুন।।