Time is money

Thursday, October 1, 2015

আপনার এন্ড্রয়েডে Trojan Virus/Malware থাকলে যা যা করবেন। z5

আসসালামু আলাইকুম।
আমরা সবাই এখন এন্ড্রয়েড ফোন ইউস করি বা করব। কম্পিউটারে সবচেয়ে ক্ষতিকারক ভাইরাসটির নাম হচ্ছে Trojan Virus / malware.
এ ভাইরাসটির ভয়াবহতা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে।পূর্বে কোনো কম্পিউটারে এই ভাইরাস প্রবেশ করলে অনেক গোপন তথ্য হাতিয়ে নিত এবং হ্যাকারদের কাছে অটো ইমেইল চলে যেত তথ্যসহ।
তারপর এটি সরাসরি হার্ডডিস্ক, ওপারেটিং সিস্টেম,ইউ আই,প্রসেসর এ অ্যাটাক করত এবং বিকল করে দিত।
আগে অনেক এন্টিভাইরাস একে খুজে পেত না।তাই অনেক চিন্তার কারন হত।
কিন্ত এখন অনেক এন্টিভাইরাস আপডেট এটাকে ধরতে পারে।
মোবাইল আর কম্পিউটারে পার্থক্য আর কতই। তাই মোবাইলের মত সহজ মাধ্যম কে অ্যাটাক করতে পারে এ ভাইরাস।

এ ভাইরাস আক্রমন করলে আপনি কিভাবে বুঝবেন??

★ আপনার ফোনে Monkey Test. Apk নামে একটা এপ অটোমেটিক ইনস্টল হবে।
★ আপনার ফোনের settings > Apps > Downloaded > এর ভিতরে থাকবে।
★ Uninstall/Force Stop করা যাবে না।
★ Recent Task এ Always থাকবে।
★অটোমেটিক যেকোনো এপ ইনস্টল দিবে।
এছাড়াও আরও একটি এপ থাকে যা লুকায়িত থাকে এবং মারাত্মক ক্ষতিকর।

এ থেকে রক্ষা পেতে কি করবেন।

★ নিচের দুইটা এপস ইনস্টল করুন।
★দুইটা দিয়েই ফোন স্ক্যান করুন এবং ভাইরাস খুজে বের করুন।
★Monkeytest.Apk কে Disable/Delete করুন।
★ফোনে Mobogenie অথবা Privacy Guard থাকলে আনইনস্টল করুন।

এ পর্যন্তই।

thank you

1 comment:

Blogger said...

I have used Kaspersky anti virus for a number of years, and I would recommend this product to all of you.