Time is money

Thursday, December 31, 2015

জিপি , সিমে , ২ , টাকায় , ১০০ , MB , (যতো , খুশী) ,z5

আগেই বলে রাখছি অফারটি সবাই পাবেন না তাই অযথা
গালিগালাজ করে আপনার বংশের পরিচয় দিবেন না ।

আমার ২ টা সিমের মধ্যে একটি সিমে অফারটি পাইছি ,ঐ
সিমে নেট ইউজ হয় কম আর পুর্বের ১ টাকায় ১০০ MB করেও
পেতাম ।

তারপরও সবাই TRY করবেন

অফারটি পেতে ডায়াল *5000*156#

মেয়াদ ৭ দিন

MB CHECK *566*10#

বিঃ দ্রঃ এক সিমে না পেলে অন্যগুলোতে TRY করবেন ।

নতুন বছরের আসুন ইসলামিক জীবন গড়ি ,z5


ডিজিটাল প্রতারণা প্রসঙ্গ ঃ আউটসোর্সিং এর নামে প্রতারনা z5

এমন একটি শব্দ যেটি শুনলেই মনের গহীনে এক অজানা ভয় কাজ করে। এবার বুঝি আমার পালা ! এই বুঝি পড়ে গেলাম কোন প্রতারকের পাল্লাই ! ভয়টা যে অযৌক্তিক নয় টিভি চ্যানেলের সামনে বসলে কিংবা পত্রিকার পাতা খুললেই এর প্রমাণ পাওয়া যাবে।
সময়ের সাথে সাথে বাড়ছে প্রতারণার ধরন, বাড়ছে প্রতারকের সংখ্যা এবং প্রতারণার স্বীকার মানুষের হাহাকার। বেশির ভাগ প্রতারণারই শাস্তির বিধান থাকলেও আইনের ফাঁক-ফোঁকর দিয়ে বেড়িয়ে এসে পুনরায় নতুন করে করে কাউকে টার্গেট করে এসব প্রতারক চক্র। তাই ব্যক্তি উদ্যোগেই এসব প্রতারক চক্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।

আমি আপনাদের ধারাবাহিকভাবে কিছু প্রতারণার নমুনা ও তার থেকে নিজেকে মুক্ত রাখার উপায় বলার চেষ্টা করবো।
যেহেতু ডিজিটাল মাধ্যম দিয়ে আপনাদের সামনে এই আর্টিকেল তুলে ধরছি তাই ডিজিটাল পদ্ধতিতে প্রতারণার কথাই তুলে ধরছি শুরুতে
আউটসোর্সিং শিরোনামে প্রতারণা 
ঘরে বসেই বিভিন্ন অনলাইন মাধ্যমে টাকা ও ডলার উপার্জনের প্রতারণাপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন দেশের লাখ লাখ যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অলিগলি গড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও পৌঁছে গেছে এসব প্রতারকের কালো থাবা। অল্প সময়ে কম বিনিয়োগ ও শ্রমের বিনিময়ে ঘরে বসে মোটা টাকার মালিক হওয়ার লোভে দেশের উল্লেখযোগ্যসংখ্যক বেকার যুবক পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন অর্থ ও মেধা নিয়ে। তবে তাদের শর্টকাটে বড়লোক বনে যাওয়ার অঙ্কুরিত স্বপ্ন আর পল্লবিত হতে পারেনি। লাখ লাখ বেকার যুবকের কোটি কোটি টাকা নিয়ে প্রতারকরা এরই মধ্যে সটকে পড়েছে। এখন হা-হুতাশ করেও কোনো সমাধান মিলছে না প্রতারিতদের ভাগ্যে।
এরই মধ্যে অনেক প্রতারক তাদের বাড়িঘর ফেলে গ্রাহকদের মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এসব অনলাইন প্রতারণার বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক আগে অবহিত করার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি- এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ফলে নিঃস্ব হয়েছে দেশের হাজারো যুবক-যুবতী। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করতে কোনো অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। শ্রম ও মেধাই এক্ষেত্রে সম্বল। তবে অনলাইনে আয়ের নামে যারা প্রতারণা করছে তারা সদস্য ফরম পূরণ থেকে শুরু করে সদস্য সংগ্রহে কমিশন পর্যন্ত চালু করেছে, যা কোনোভাবেই আউটসোর্সিংয়ের সংজ্ঞায় পড়ে না। মূলত আউটসোর্সিং সম্পর্কে অজ্ঞতাই এ ক্ষেত্রে প্রতারিত হওয়ার মূল কারণ।
আউটসোর্সিং কি ?
আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে।
এখন এই কাজগুলি কি ?
আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি। এইসকল কাজগুলি ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নত ধরনের কাজ করারও ব্যাবস্থা আছে আউটসোর্সিং জগতে। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যাছবসায়ী সাধারণ মানুষকে ধোকা দিয়ে নানা পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে আয় করার সহজ উপায়ের নামে মানুষকে ধোকা দিচ্ছে। বাস্তবে উপরে উল্লিখিত কাজগুলো অথবা এইরকম কারিগরি কাজে দক্ষতা থাকলেও কেবল আউটসোর্সিং জগতে ভাল আয় করা সম্ভব। কোনপ্রকার দক্ষতা ছাড়া এবং আউটসোর্সিং সম্পর্কে ভাল জানাশোনা না থাকলে ধোকা খাওয়া ছাড়া আর কোন উপায় নাই। তাই আগে কাজ করার জন্য নিজেকে তৈরী করেন, তারপর এই পেশায় আসুন।
কাজ পাবেন যেখানে:
আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট আছে। আবার ভুয়া সাইটও বের হয়েছে। ফলে সতর্ক হয়েই কাজ শুরু করতে হবে। আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো— http://www.upwork.com ,http://www.freelancer.com,,http://www.getacoder.comhttp://www.guru.com, ইত্যাদি।
পিটিসি সাইট কি :
পিটিসি সাইটের ব্যাপারে অনেকে বলে থাকেন। আসল কথা হল পিটিসি সাইট মানেই ভুয়া সাইট। পৃথিবীতে লক্ষ লক্ষ পিটিসি সাইট আছে যেগুলো ক্লিক করলেই ডলার আয়ের লোভনীয় অফার দিয়ে ইন্টারনেট জগতে প্রতারনা করে আসছে। আসল কথা হল কোন পিটিসি সাইটই টাকা দেয় না। সুতরাং অযথা সময় নষ্ট না করে সঠিক উপায় টাকা উপার্যন করুন।
আউটসোর্সিং এর নামে এমএলএম :
আউটসোর্সিং মানেই হল মুক্ত পেশা। আর এমএলএম হল দায়বদ্ধতার পেশা। আর একটা পার্থক্য হল, আউটসোর্সিং এর কাজ পেতে কাউকে টাকা দিতে হয় না, শুধু কাজের বিনিময়ে টাকা পাওয়া যায়, আর এমএলএম হল মানুষের কাছ থেকে টাকা এনে অন্যের পকেটে তা জমা রেখে মানুষের পেছনে পেছনে ঘুরা। সুতরাং এই দুই জগত কখনো এক হবে পারে না। ইদানিং বাংলাদেশে একাধিক কোম্পানী বেড়িয়েছে যারা মাল্টিলেভেল মার্কেটিং এর মাধ্যমে আউটসোর্সিং কে পণ্য হিসাবে ব্যবহার করছে। বাস্তব কথা হল এরা প্রকৃত ধোকাবাজ, স্রেফ মানুষকে ধোকা দিয়ে টাকা কামানোর ধান্দায় এইসকল ব্যাবসায়ীরা মানুষকে বোকা বানাচ্ছে। আসলে তারা আউটসোর্সিং করছে না। সুতরাং এদের কাছ থেকে নিরাপদ দুরত্বে থাকুন। আর একটি তথ্য দিয়ে রাখি, এই সকল কোম্পানী যারা করেছে, তারা অতীতে কোন না কোন এমএলএম কোম্পানীর সাথে জড়িত ছিল, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে ভাল কিছু করতে পারছে না বিধায় এই নতুন ফন্দির পসরা নিয়ে বসেছে, তাই এদের সম্মিলিত ভাবে বয়কট করুন।
আউটসোর্সিং বাংলাদেশের জন্য আশীর্বাদই বলা যায়। বর্তমানে আমাদের দেশ আউটসোর্সিংয়ে বিশ্বে ৩ নাম্বারে অবস্থান করছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে পারলে এ খাতে সম্ভাবনা রয়েছে প্রায় ৫০০কোটি টাকার বাজারের।

Wednesday, December 30, 2015

ফেসবুকে আপনার ফ্রেন্ডলিষ্ট থেকে কে কে আপনাকে ডিলেট করেছে তা এক বার দেখে নিন

who deleted me facebook 2
ফেসবুকে প্রতিদিনই আমাদের কত নতুন নতুন ‘ফ্রেন্ড’ হচ্ছে। কিন্তু এরকম হতেই পারে যে, আপনি আপনার ফ্রেন্ডলিস্টের কোনো কোনো বন্ধুকে আর খুঁজে পাচ্ছেন না। বেশ কয়েকটি কারণে এমনটি হতে পারে। ফ্রেন্ডলিস্টের কোনো ফেসবুক বন্ধু যদি তার নিজের একাউন্ট ডিএক্টিভেট করে দেয় তাহলে সাইটটিতে তার বন্ধুরা তাকে আর দেখতে পাবেন না। আপনার কোনো ফেসবুক বন্ধু যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয় অর্থাৎ ফ্রেন্ডলিস্ট থেকে আপনাকে মুছে ফেলে তাহলে আপনি সেই ‘ফ্রেন্ড’কে আপনার বন্ধুতালিকায় দেখবেন না। কিন্তু ফেসবুকে যাদের ফ্রেন্ডলিস্ট বিশাল, তাদের পক্ষে সব বন্ধুর হিসেব রাখা কঠিন। কে কখন অ্যাড করল কিংবা কে কখন ডিলিট করে দিল তা টের পাওয়া সহজ কাজ নয়। তবে একটি অ্যাপ কিংবা ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে আপনি স্বয়ংক্রিয়ভাবেই আপনার ফ্রেন্ডলিস্টে নজর রাখতে পারবেন।
unfriend fb
‘হু ডিলিটেড মি অন ফেসবুক’ নামক একটি সার্ভিসের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন ফেসবুকে আপনার কোন ফ্রেন্ড আপনাকে রিমুভ/আনফ্রেন্ড করেছে। এজন্য আপনার কম্পিউটারের ব্রাউজারে ছোট্ট একটি এক্সটেনশন “হু ডিলিটেড মি” ইনস্টল করতে হবে। এরপর ওই ব্রাউজারে আপনার ফেসবুক একাউন্টে ভিজিট করলে কয়েক ঘন্টা পর থেকে নিয়মিতভাবে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের নতুন কিংবা হারানো সদস্যদের সংখ্যা জানতে পারবেন।
who deleted me facebook
কে আপনাকে বন্ধু তালিকা থেকে বাদ দিল কিংবা কোন বন্ধুর একাউন্ট বন্ধ হয়ে গেল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে এই অ্যাপটি। এই লিংক থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটি ইনস্টল করে নিন। এছাড়া ফায়ারফক্সঅপেরা,আইওএস এবং এন্ড্রয়েডের জন্যও অ্যাপটি পাওয়া যাচ্ছে।

3 টাকাই ১০০ এসএমএস


Notun bosore amra bonduder ke wish korar jonno onek taka spoil kori tai apnader jönno niye alam matro 3takay 100 sms .sms nite s4 likhe pathan 8426.meyad 7day neya jabe 6 january porjonto

BD call girl skype contract sexy

lipi.akhand2  bd call girl you can enjoy

জেএসসি এবং পিএসসি পরীক্ষার ফলাফল z5

download
গ্রামীনফোন আপনার জন্য নিয়ে এসেছে
মোবাইলে জেএসসি এবং পিএসসি
পরীক্ষার ফলাফল জানার সুযোগ।
বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তৃক ফলাফল
প্রকাশিত হবার পরে যেকোনো
গ্রামীনফোন গ্রাহক তাদের মোবাইল
থেকে এসএমএস এর মাধ্যমে ফলাফল
জানতে পারবেন। এই কার্যক্রমের মূল
লক্ষ্য হল যেন গ্রামীনফোন গ্রাহকগণ
নির্বিঘ্নে এসএমএস এর মাধ্যমে
জেএসসি এবং পিএসসি পরীক্ষার
ফলাফল জানতে পারেন।
নিয়মাবলীঃ
গ্রামীনফোন গ্রাহকদেরকে জেএসসি
এবং পিএসসি পরীক্ষার ফলাফল
জানতে নিম্ন লিখিত নিয়মে
16222 নাম্বারে এসএমএস পাঠাতে
হবেঃ
১. জেএসসি পরীক্ষার ফলাফলের
জন্য JSC<>সংশ্লিষ্ট বোর্ডের
নামের প্রথম ৩ অক্ষর <>রোল
নাম্বার<>সাল লিখে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপঃ
JSC<>DHA<>654321<>2015
২. মাদ্রাসা বোর্ডের ফলাফলের
জন্য JDC<>মাদ্রাসা বোর্ড<>রোল
নাম্বার<> সাল লিখে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপঃ
JDC<>MAD<>654321<>2015
৩. পিএসসি পরীক্ষার ফলাফলের
জন্য DPE<>Student ID
number লিখে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপঃ DPE<>
Student ID number
৪. ইবতেদায়ী পরীক্ষার ফলাফল
জানতে EBT<> Student ID
number লিখে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপঃ EBT<>
Student ID number
৩% সম্পূরক শুল্ক + সম্পূরক
শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট
প্রযোজ্য।
সকল গ্রামীনফোন গ্রাহকের জন্য
প্রযোজ্য।
শুধুমাত্র বাংলাদেশ শিক্ষাবোর্ড
কর্তৃক ফলাফল প্রকাশিত হওয়ার
পরেই এসএমএস এর মাধ্যমে ফলাফল
পাওয়া যাবে।

Tuesday, December 29, 2015

no talk only bonus


মাত্র ৫১ টাকাতে এবার ২ জিবি এয়ারটেল ২ জি ইন্টারনেট নিয়ে নিন [না দেখলে মিস] z5

Unnamed
এবার মাত্র ৫১ টাকা রিচার্জ করে নিয়ে নিন ২ জিবি ২ জি ইন্টারনেট।
শুধু মাত্র রিচার্জ করলেই পাবেন। যার যারা এই অফারের মেসেজ পাইছেন তারাই এটা পাবেন। অন্যরা পাবেন নাহ।
মেয়াদ ৭ দিন।
সবাইকে ধন্যবাদ

আবার জিপির নতুন ওফার ২০ MB পাচ্ছেন সবাই নতুন নিয়মে z5

Unnamed

সবাইকে জিপির ফ্রি ২০ মেগাবাইটের শুভেচ্ছা …

     G-P’র ফ্রী 20MB ইন্টারনেট নিতে ডায়াল *5000*168#। মেয়াদ ১ দিন।

কোন ভয় নেই সবাই পাবেন জলদি করেন সিমত সমযযের জন্য ওফারটা ৷

Monday, December 28, 2015

ইন্টারনেট জগত সম্পর্কে ১০ টি আশ্চর্য সত্য যা শুনলে আপনার চোখ কপালে না, আসমানে উঠবে! z5

This summary is not available. Please click here to view the post.

কখনো কি মনে প্রশ্ন জেগেছে সমগ্র ইন্টারনেটের মালিক কে? মনে প্রশ্ন জাগুক বা না জাগুক, আজ প্রশ্নের উত্তর নিয়েই সব আয়োজন। z5

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
চলুন কল্পনার রাজ্য থেকে কিছুক্ষণ ঘুরে আসি। আস্তে করে চোখ বন্ধ করুন, মনে করুন একটি বিশাল হল ঘরে আপনি বসে আছেন। ঘর ভর্তি বিশ্বের সব দেশের মানুষ, তারা নিজেরা নিজেদের মাতৃভাষায় যে যার মতো কথা বলে চলেছে। ঘরময় একট বিশৃঙ্খলা বিরাজ করছে, কেউ কারো কথা বুঝতে পারছে না। এখন আপনি নিশ্চয় টেবিলে একটা থাপ্পড় লাগিয়ে বলবেন থামুন আপনারা। এভাবে কথা বললে কেউ কি কারো কথা বুঝতে পারবে? তারপর আপনি তাদের সাথে যোগাযোগের জন্য একটা স্ট্যান্ডার্ড নির্ধারন করে দিলেন এবং কিছু নিয়ম প্রণয়ন করে দিলেন যাতে প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারে। ইন্টারনেট হলো ঠিক এমন একটা ব্যবস্থা যার যাহায্যে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কম্পিউটার পরস্পরের সাথে একটা নিয়ম রক্ষা করে যোগাযোগ করতে পারে। অবশ্য সুনির্দিষ্ট নীতিমালা না মানলে এটা কখনোই সম্ভব হবে না।
ছবি - Shutter Stock

ইন্টারনেট (Internet)

ইন্টারনেট হলো বিভিন্ন নেটওয়ার্কের একটা সমন্বিত সংযোগ। আগেই বলেছি এই সংযোগগুলো পরিচালিত হয় কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে যাকে বলা হয় Protocols. এই নিয়মগুলোই সমস্ত নেটওয়ার্কের মধ্যে সহজভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। তবে এ সবকিছুই নির্ভর করে বিশাল রাউটার পরিকাঠামো, নেটয়ার্ক এক্সেস পয়েন্ট (Network Access Points (NAP) এবং কম্পিউটার সিস্টেমের উপর।
তারপর নেটওয়ার্ক সিগনাল প্রেরণ করার জন্য প্রয়োজন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট), হাজার হাজার মাইল বিস্তৃত কেবল এবং সহস্র ওয়্যারলেস রাউটার। এতো কিছুর সমন্বয়ে যে বৈশ্বিক সিস্টেম গঠিত হয়েছে তা কোন কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেনি, অতিক্রম করে চলেছে দেশের পর দেশ, সাগর মহাসাগর এবং পাহাড় পর্বত। কোন দেশের সীমানা আটকে রাখতে পারেনি এই চলমান প্রযুক্তির আশির্বাদকে। দিনের পর দিনে এটি সংযুক্ত করছে শত নেটওয়ার্ককে। এ যেন মোবাইলে সাপের গেমটার মতো, খাবার খাচ্ছে আর বড় হচ্ছে। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে এখন ইন্টারনেট সংযোগ আছে।বর্তমান বিশ্বের সবাই এখন একটি নিদিষ্ট নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রন করছে কে? এটার উত্তর জানাতেই টিউনের বাকি অংশে আপনাদের স্বাগতম।

সমগ্র ইন্টারনেটের মালিক কে?

অনেকগুলো ছোট ছোট সিস্টেম মিলে যে দৈত্যাকার ইন্টারনেট তৈরী হলো, তাকে আমরা একটা বিশেষ সত্ত্বা বলতেই পারি। এখন এই একটা সত্ত্বার সত্ত্ব কার হবে? এটা কি একজন নিয়ন্ত্রন করে নাকি অনেকেই বা বিশেষ কোন গোষ্ঠী? আপনার মন কি বলে? এটাকি সত্যিই কোন বিশেষ একজনের দ্বারা নিয়ন্ত্রন করা সম্ভব? যাহোক, হয়তো অনেকেই প্রশ্ন দেখে দ্বিধান্বিত হয়ে গেছেন, চলুন দুইটা অপশন দেই। দেখি আপনার ধারনার সাথে মিলে কিনা।
সমগ্র ইন্টারনেটের মালিক-
  • ক. কেউ না
  • খ. অনেক মানুষ
যদি আপনি মনে করেন ইন্টারনেট হলো একটি সম্মিলিত কিন্তু একক সত্ত্বা এবং কারও এটার উপর মালিকানা নেই। তাহলে নিশ্চয় এর জন্য কোন নির্দিষ্ট সংগঠন থাকবে যা এর গঠন এবং কাজ নিয়ন্ত্রন করে কিন্তু এই সমগ্র ব্যবস্থার উপর তাদের কোন মালিকানা নেই। কোন দেশের সরকার এর উপর মালিকানা প্রতিষ্ঠা করতে পারেনা। অথবা ভাবতে পারেন হাজার হাজার মানুষ এটার মালিক। ইন্টারনেটকে যদি অনেকগুলো পার্টের সমষ্টি হিসাবে কল্পনা করেন তাহলে অনেক মানুষ একেকটি পার্টের মালিক যারা এর উন্নয়নে কাজ করছে। আপনার ভাবনাগুলো যাইহোক, আপনি ধারেকাছে গেলেও আসল ঘটনার সাথে সামান্য পার্থক্য আছে। চলুন জেনে নেই কি সেই পার্থক্য।

ইন্টারনেটের সত্যিকারের মালিক

যে ফিজিক্যাল নেটওয়ার্ক বিভিন্ন কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ট্রাফিক পরিবহন করে তাকে বলা হয় ইন্টারনেটের মেরুদণ্ড (Internet Backbone). আগেকার দিনের ইন্টারনেট সিস্টেমে ARPANET ইন্টারনেটের মেরুদন্ড বা Backbone হিসাবে কাজ করেছে। কিন্তু বর্তমানে বিভিন্ন কোম্পানি যারা রাউটার এবং ক্যাবলের যোগানের মাধ্যমে ইন্টারনেট মেরুদন্ড হিসাবে কাজ করছে। এই কোম্পানি গুলোকেই বলা হয় ইন্টারনেট সেবা দাতা বা আইএসপি (Internet Service Provider)। এখন কোন দেশ বা যদি কেউ নিজের প্রয়োজনে ইন্টারনেট এক্সেস পেতে চায় তাহলে তাকে অবশ্যই এই আইএসপির সাথে যোগাযোগ করতে হবে। বিশ্বের সে সকল আইএসপি বা ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান বিখ্যাত তারা হলেন- UUNET, Level 3, Verizon, AT&T, Qwest, Sprint, Sprint, IBM ইত্যাদি।
বড় বড় আইএসপি গুলো থেকে আবার ছোট ছোট আইএসপি সৃষ্টি হয়েছে। যারা আমাদেরকে সেবা দিয়ে থাকে। এখানে মনে রাখা প্রয়োজন, যে সিস্টেম আমাদের কম্পিউটার টু কম্পিউটার ডাটা এক্সচেঞ্জ করে থাকে তাকে বলা হয় Internet Exchange Points (IXP)। বিভিন্ন কোম্পানি এবং অলাভজনক কিছু প্রতিষ্ঠান এটা নিয়ন্ত্রন করে থাকে। এখন কথা হলো প্রত্যেকটা আলাদা আলাদা আইএসপির আলাদা ইন্টারনেট থাকে। এখন আপনি একক ভাবে যদি কোন কম্পিউটার দিয়ে সেই ইন্টারনেটের সাথে যুক্ত হতে হোন তাহলে সেই ইন্টারনেটের মালিক আপনিও। মানে হলো, আপনি নিজেও ইন্টারনেটের একটা অংশের মালিক। কারন সমগ্র ইন্টারনেটের কোন মালিকানা হয় না। যদিও অনেক প্রতিষ্ঠান বা দেশের সরকার নিজেদের ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে পারে যাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN (Local Area Network)। যাহোক, মুদ্দা কথা হলো আপনি এবং আমি আমরা সকলেই একেক জন একেকটা ইন্টারনেট খণ্ডের মালিক। নিজেকে তো মালিক বলে দাবী করে ফেলেছেন, এখন কি মনে প্রশ্ন আসছে না যে এই জিনিসের দায়িত্ব আপনি কতোটা নিয়েছেন? আপনি যদি এর দায়িত্ব না নিয়ে থাকেন তাহলে এই সব কিছুর জন্য কে দায়িত্ব নিবে?

সবকিছুর জন্য তাহলে দায়ী কে?

মানুষের স্বভাব হলো উপরে উপরে অনেক কথা বললেও কাজের বেলায় দায়িত্ব নিতে পারে না। যেভাবে আপনাকে ইন্টারনেটের মালিক বানিয়ে খুশি করে দিলাম সেভাবে যদি আপনার উপর ইন্টারনেটের দায়িত্ব দিয়ে দিই তাহলে আপনার দায়িত্ব নেওয়া তো দুরের কথা আমার দফা রফা করে দিবেন। যাহোক, আমি আগেই বলেছিলাম যে ইন্টারনেট ব্যবস্থাটা চলে কিছু নিয়মের উপর যাকে আমরা প্রটোকলস (Protocols) বলি। সেই প্রটোকলগুলো মেনেই একটি কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্কের সাহায্যে অন্য কম্পিউটার তথ্য প্রদান করে। প্রটোকল না মেনে কোন কম্পিউটার তথ্য প্রদান করতে পারেনা। এখন যদি কোন প্রটোকল না থাকে তাহলে আপনাকে আগে নিশ্চয়তা দিতে হবে যে আপনি অন্য কম্পিউটারে যে তথ্য প্রদান করছেন তার জন্য আপনাদের বোঝাপড়া আছে। এবং আপনার পাঠানো তথ্য সঠিক গন্তব্যেই পৌছাতে পারবে।
এখন কথা হলো ইন্টারনেটের যে হারে উন্নয়ন হচ্ছে তাতে বিংশ শতাব্দীর প্রটোকলের সাথে একবিংশ শতাব্দীর প্রটোকল বা আগের বছরের সাথে পরের বছরের প্রটোকল একই রকম থাকবে এটা ভাবা বোকামী। ইন্টারনেটের উন্নতির সাথে এই প্রটোকল গুলোরও উন্নতি প্রয়োজন। তার মানে দাড়ালো, কাউকে না কাউকে এই নিয়মগুলো মানে প্রটোকল পরিবর্তন করতে হবে। আপনাদের আর প্রশ্ন করবো না, সমগ্র ইন্টারনেট কাঠামো এবং প্রটোকল ঠিক করে দেওয়ার জন্য রয়েছে অনেকগুলো সংগঠন যারা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। চলুন তাদের সম্পর্কে কিছু জেনে নিই।
  • The Internet Society: একটি অলাভজনক সংগঠন যারা ইন্টারনেট স্ট্যান্ডার্ড এবং পলিসি নির্ধারন এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে।
  • The Internet Engineering Task Force (IETF): এটি একটি আন্তর্জাতিক সংগঠন যাদের রয়েছে ওপেন মেম্বারশীপ পলিসি এবং এরা বিভিন্ন গ্রুপ ভিত্তিক কাজ করে থাকে। ইন্টারনেটের বিভিন্ন বিষয়কে এরা আলাদা আলাদা ভাগ করে প্রত্যেক ভাগের জন্য দক্ষ জনশক্তিকে কাজে লাগায় এ সংগঠনটি। বর্তমান ইন্টারনেটের এই স্থিতিশীলতা এই সংগঠনের অনবদ্য অবদান।
  • The Internet Architecture Board (IAB): এরা সাধারনত ইন্টারনেট প্রটোকল প্রণয়ন এবং স্ট্যান্ডার্ড নির্ধারনে কাজ করে থাকে।
  • The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN): এই সংগঠনটি ব্যক্তিগত কিন্তু অলাভজনক একটি প্রতিষ্ঠান যাদের কাজ হলো এটা নিশ্চিত করা যে প্রত্যেকটা ডোমেইন নেইম সিস্টেমের (Domain Name System (DNS) সাথে সঠিক আইপি এড্রেসটি লিংক করা আছে কি না।
এই সংগঠনগুলো ইন্টারনেটের জন্য সবকিছু করলেও এরা কখনো ইন্টারনেটের মালিকানা দাবি করতে পারেনা। আসল কথা হলো কেন্দ্রিয়ভাবে ইন্টারনেটের কোন মালিকানা নেই। অনেকেই এটার উন্নয়নে কাজ করলেও এখনো পর্যন্ত কেউ এটার মালিকানা দাবি করতে পারেনি।

শেষ কথা

আমরা টিউনটির একেবারে শেষ প্রান্তে এসে গেছি। জানিনা টিউনটি আপনাদের কতোটা ভালো লেগেছে। তথ্যগুলো একটার সাথে আরেকটার সন্নিবেশ ঘটানো খুব কঠিন কাজ ছিলো, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক জ্ঞানটুকু দেওয়ার জন্য। আপনাদের উপলব্ধি আপনাদের টিউমেন্ট থেকে আমি বুঝতে পারবো। টিউনটি ভালো লাগুক বা মন্দ লাগুক আপনি নির্দ্বিধায় টিউমেন্ট করে জানান। আপনার একটি সুচিন্তিত মতামত আমাকে আরো ভালো টিউন করতে এবং ভুলগুলো শোধরাতে সাহায্য করবে। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা ভাষার টেকনোলজি ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। তবে টেকটিউনস পরিবারের সকলের প্রতি অনুরোধ, চলুন আমরা কাউকে অনুকরণ না করে অনুসরণ করতে শিখি। কপি পেস্ট না করে নিজের মতো করে উপস্থাপনের চেষ্টা করি। টেকটিউনস পরিবারকে সমৃদ্ধ করতে আপনার আমার সকলের অংশগ্রহণ প্রয়োজন। যাহোক, আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আমি আপনার টিউমেন্টের অপেক্ষায়................

আপনাদের সাহায্যার্থে আমি 

দেখে নিন ২০১৫ সালের শীর্ষ প্রযুক্তি গুলো। z5

২০১৫ সালে বাজারে এসেছে দারুণ সব যন্ত্র। শুধু স্মার্টফোনই নয়, বাজারে এসেছে নানা ধরনের এবং নানা কাজের সব প্রযুক্তিপণ্য। টাইম সাময়িকী ২০১৫ সালের সেরা ১০ গ্যাজেটের একটি তালিকা প্রকাশ করেছে।
১. মাইক্রোসফট হলোল্যান্স

ভার্চ্যুয়াল রিয়ালিটি-সুবিধা ২০১৫ সারের আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল অন্যতম। আর মাইক্রোসফটের তৈরি ভিন্ন সুবিধার মিশ্র বাস্তবতার অসাধারণ অনুভূতি দিয়েছে মাইক্রোসফটের হলোল্যান্স। এ যন্ত্র চোখে দিলেই বাস্তব দুনিয়া থেকে চলে যাওয়া যায় দূরে, যেখানে হলোগ্রাফিক সব ছবি চারপাশে ঘুরে বেড়াবে। শল্যবিদ, প্রকৌশলী থেকে শুরু করে মহাকাশচারী—সবার জন্যই দারুণ উপযোগী এ যন্ত্র। আর তাই টাইম-এর তালিকায় শীর্ষে আছে মাইক্রোসফট হলোল্যান্স।
২. ভারসাম্য রক্ষাকারী স্কুটার

সেলফ ব্যালেন্সিং স্কুটার বা ভারসাম্য রক্ষাকারী স্কুটারস সেরা যন্ত্রের তালিকায় আছে দ্বিতীয় স্থানে। জাস্টিন বিবার ও উইজ খালিফার মতো তারকারা যখন আগ্রহী হয়ে উঠেছেন এ স্কুটারসের প্রতি, তখন বোঝাই যায় ছুটির মৌসুমে দারুণ চাহিদা এ গ্যাজেটের। তবে কপিরাইট ইস্যুতে সরাসরি বিক্রির ব্যাপারে কিছুটা পিছিয়ে আছে গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান।
৩. গুগলের স্বচালিত গাড়ি

গুগল সেলফ-ড্রাইভিং কার বা স্বচালিত গাড়ি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা ছিল চলতি বছরে। ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর গুগলের প্রধান কার্যালয়ের যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন বিভাগের সেক্রেটারি অ্যান্থনি ফক্স এবং গুগলের চেয়ারম্যান এরিক স্মিড গুগলের তৈরি স্বনিয়ন্ত্রিত এ গাড়ি চালিয়ে এর যাত্রা শুরু করেন। চালক ছাড়া গাড়ি নিজেই চলবে—এমন প্রযুক্তি-সুবিধার গাড়িটি ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদিও এখনো বাণিজ্যিকভাবে বিক্রি সেভাবে শুরু হয়নি। তবে এ বছরের অন্যতম একটি আলোচিত গ্যাজেট স্বচালিত এ গাড়ি।
৪. নিউ হরাইজনস প্রোব

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি নিউ হরাইজনস প্রোবের মূল যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তবে এটি আলোচনায় আসে চলতি বছরের ১৪ জুলাই মাসে, যখন এ প্লুটোর প্রায় ৭ হাজার ৭৫০ মাইলের মধ্যে চলে আসে এবং দারুণ সব ছবি তোলে। এত কাছে এসে প্লুটোর অসাধারণ সব হাই রেজল্যুশনের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছে গ্যাজেটটি। তাই টাইম-এর সেরা গ্যাজেটের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে এ মহাকাশযান।
৫,ওয়ানপ্লাস টু

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নিজেদের প্রথম স্মার্টফোন ওয়ানপ্লাস বাজারে এনেই মাতিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারে আসে ওয়ানপ্লাস টু, যার বাজার মূল্য ৩২৯ ডলার। অ্যান্ড্রয়েড-চালিত এ স্মার্টফোন সারা বিশ্বেই জনপ্রিয়তার দিক দিয়ে দ্রুত এগিয়েছে। বাজারে অ্যান্ড্রয়েড-চালিত নির্দিষ্ট কোনো স্মার্টফোন এত দ্রুত সাড়া পাওয়ার বিষয়টি এগিয়ে রেখেছে ওয়ানপ্লাসকে। আর নতুন যন্ত্র ওয়ানপ্লাস টু মাতিয়ে বেড়াচ্ছে গ্রাহকদের।
টাইম–এর এই তালিকায় আছে দ্য ডিজেআই ইন্সপায়ার, জার্মিন ভারিয়া, লিটলবিটস গিজমস অ্যান্ড গ্যাজেটস কিট, স্যামসাং ১৬ টেরাবাইট এসএসডি ও লাইট এল১৬।

LG G5 Mobile আসছে ২০১৬ সালে দেখুন এর নতুন ফিচার z5

LG G5 Mobile  আসছে ২০১৬ সালে দেখুন এর নতুন ফিচার ও মূল্য

সুধী,
আপনাদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের শারীরিক ও মানুষিক সুস্থ্যতা কামনা করে আজকের টিউনটি শুরু করতে যাচ্ছে। আজকের এই টিউনে অবশ্যই নতুন কিছু শেয়ার করার জন্য ভাবছি। আপনাদের সামনের নিত্য নতুন সকল ব্যান্ডের মোবাইলের সকল ফিচার নিয়ে বরাবরের মত এবার ও উপস্থিত হয়েছি। আজকে আমাদের এই টিউনটি সাজানো হয়েছে LG G5 মোবাইল নিয়ে। এই মোবাইল ফোন টি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কারণ এলজি ব্র্যান্ড কেমন তা অবশ্যই সবাই জানেন। বিশ্ব বিখ্যাত কোম্পানী এলজি ২০১৬ সালে আপনাদের জন্য নিয়ে আসছে জি-৫ মোবাইল ফোন টি। এই স্মার্টফোনটিতে রয়েছে এন্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন। শুধু তাই নয় আরও কি কি ফিচার রয়েছে তাই জানার কৌতহল আমাদের সবার। চলুন আর বিলম্ব না করে জেনে নেই এই ফোনের সকল ফিচার সম্পর্কে। কি কি নতুন বিষয় বস্তু এই মোবাইল ফোনটিতে যোগ হয়েছে এবং আর কি কি পুরাতন ফিচার বাদ পড়েছে তা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। এই মোবাইল টি তে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আর সেই পদ্ধতিটি হলো নন-রিমোভেবল ব্যাটারী সিস্টেম। আমরা সবাই জানি মোবাইল এর ব্যাটারী খূলে ফেলা যায়। কিন্তু এখন যে সকল দামী মোবাইল ফোন বাজারে আসছে সকল ফোন গুলোই ব্যাটারী ফিক্সড অবস্থায় পাওয়া যাচ্ছে। এর কারণ কি? বিস্তারিত জানতে নিচের লিংক থেকে দেখে নিন। এন্ড্রয়েড ইউজার গন অ্যাপসটি ডাউনলোড করে সরাসরি ভিজিট করেও দেখতে পারবেন। মাত্র ২.৫ মেগাবাইট। নিচে লিংক দেওয়া হলো।

আজকের টিউন দেখতে এখানে ক্লিক করুন : এলজি-জি-৫

অ্যাপস ডাউনলোড করতে  ক্লিক করুন : Android Apps

ফেইসবুক পেইজ : Facebook 

Friday, December 18, 2015

বাংলাদেশের চাকুরি খোজার সাইটের তালিকা। আপনার বায়ো ডাটা জমা দিতে পারেন এই সাইট গুলোতে। z5

আসলে এখন ও অনেক বেকার ভাই বোন রয়েছে যারা চাকুরি খোজে শুধুমাত্র চাকুরির প্রতিকায় তাদের জন্য আজ কের এই টিউন।
আসা করি সবাই সাইট গুলোর নাম জানের।। তাই সাইট গুলোর নাম যারা জানে না তাদের জন্য।।
উন্নত দেশের মত আমাদের দেশে ও এখন চাকুরি পাওয়ার জন্য  বিভিন্ন সাইট তেরি হয়েছে এবং এর মাধ্যমে অনেকে চাকুরি পায়াচ্ছে তাই আপনি ও চেষ্টা করে দেখতে পানের।
মোট বিশ টি সাইট এর নাম দিয়েছি।।
বাংলাদেশের চাকুরি খোজার সাইটের তালিকা। আপনার বায়ো ডাটা জমা দিতে পারেন এই সাইট গুলোতে।
http://www.bdjobs.com
বাংলাদেশর সবচেয়ে বড় চাকুরির ওয়েব সাইট।।
http://www.jobsa1.com
বিমান বালা দের চাকুরির পাওয়ার সাইট।।
http://www.bd24jobnews.com (সকল পত্রিকা সংরক্ষিত  করে প্রকাশ করা হয়)
সকল পত্রিকা হতে প্রকাত চাকুরির খবব প্রতিদিন।।
 www.chakri.com.bdwww.bdjobstoday.comwww.jobsbd.com
http://www.bd24jobnews.com
http://www.aiminlife.com
http://www.jobsinbd.com
http://www.jobstreet.com
http://www.jobsdiary.com
http://www.edengardenbd.com
http://www.cyberjob.com.bd
http://www.jeebika.com.bd
http://www.azadijobs.com
http://www.my.jobsdb.com
কেমন হল জানাবেন আপনারা টিউমেন্ট করলে ভাল লাগবে আর একটি কথা আপনার জানা মত আরও কোন এই রকম সাইট থাকলে জানাবেন আমি আপডেট করে দিব।

Tuesday, December 15, 2015

বাংলালিংক এখন 20 টাকায় 2GB ইন্টারনেট z5

Unnamed
প্রথমে মামারা সবাই আমার সালাম নেবেন।
আশা করি সবাই ভাল আছেন এবং ভাল আছে।
বালালিংকে এখন ভ্যাট সহ 24 টাকায় পাচ্ছেন 2GB ইন্টারনেট
তবে এটা সবাই নাও পেতে পারেন। তাই বলে চেষ্টা করতে কি দোষ।
ডায়েল করবেন *132*31#
MB Check *5000*51#
তো ভাল থাকুন কেমন।

Sunday, December 13, 2015

আপনার ফোন কেউ Touch করতে পারবে না (Android Apps) টাচ করলে আপনাকে ডাকবে Category: Android Tips by Rashed z5

Unnamed
আপনার ফোন কেউ ধরতে পারবে না
(Android Apps)
আসসালামু আলাইকুম। কেমন আছেন
সবাই? আশা করি ভালোই আছেন। আমি
আপনাদের দোয়া ভাল আছি।

আপনাদের সাবাই কে সাগ্বতম। আপনারা
সবাই কেমন আছেন, আশা করি ভাল
আছেন এবং আগামিতে যেন সব সময়
ভালো থাকেন আমার পক্ষ থেকে এই
কামনা রইলো। যারা এই Apps সম্পর্কিত
জানেন তারা ১০০ হাত দূরে থাকুন।।।কাল
থেকে টিউন করতে পারি নাই তাই সরি
বলে নেই।।।আজ তাই ৮ টা টিউন লিখবো
বলে মন স্তির রলাম।।।
তাই আজ Dont Touch My Phone নিয়ে
এলাম আপনার ফোন কেউ টাচ করলেই
বলবে Don’t Touch Me,,,,,,,,,,,,,
নিচ থেকে নিয়ে নিন।।। আর ভালো
লাগছে না।
Download Dont Touch My Phone
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব
ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন
থাকলে করবেন। কিন্তু বিসয়ের বাইরে
কেউ কিছু বলবেন না, যেমন লিঙ্ক কাজ
করে না, অ্যাপ কাজ করে না, কারও
কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু
অন্যদের নিরুতসাহিত করবেন না।

এবার আপনার সপ্ন পুরন করুন clash of clans এ (মেগা পোস্ট) z5

অনেকে হইত clash of clans হ্যাক করতে চান কিন্তু পারেন না। তাই এবার হ্যাক নই মুড করা ভার্সন নিয়া আশ্লাম তাও আবার অনলাইন এ। এই গেম টা মুড ভার্সন জারা তইরি করেছে তাদের নিজস্ব সারভার এ খেলভেন। তবে তারা গেম টার নাম দিছে thunderbolt. এখানে আমি দুই ধরনের মুড ভার্সন দিব। এক্তা stock আরেকটা মুড।
Stock: জেমস শপ থেকে আনলিমিটেড কয়েন নিতে পারবেন। খেলতে original কক এর মত। Starting Gold: 1000 ; Starting Elixir: 1000 ; Starting gems:
999
Mod: Starting Gold: 10^8 ; Starting Elixir: 10^8 ; Starting gems:
10^8 i.e. Almost Unlimited!!
Date: 27/October 2015
Lolipop: আন্ড্রইড ললিপপ ভার্সন এ না চলতে পারে। তারা জা করবে
১. original coc backup.(google play)
2.uninstall coc.
3. install coc lolipop.
original coc থাকা অবস্তাই আইটা ইন্সটল্ল করবেন না।তাহলে original টা চলবে না।
*★জারা গেম টার সব বিল্ডিং আনলক অ্যান্ড আপগ্রেড করে দেক্তে ছান তাদের জন্য স্পেশাল পোস্ট করলাম*★
ইয়াছির

need for online worker

বাংলায় ও বাংলাদেশে SEO ও Internet Marketing শেখার উপায়
ওয়েবসাইট আর ব্লগ
http://www.mrfaruque.com
Web SEO Guide: http://www.webseoguide.net
Earn Tricks: http://earntricks.com/
টেকটিউনস: http://www.techtunes.com.bd/…/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%87%E… বাhttp://www.techtunes.com.bd/…/seo-search-engine-optimizati…/
ওয়েব কোচ বিডিঃ http://www.webcoachbd.com/seo-tutorials/
আর্ন হেল্পঃhttp://earnhelp.com/c…/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%87%E0%A6%93/
টিউটোরিয়াল বিডিঃ http://tutorialbd.com/…/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%87%E0%A6%93
Xponent Blog -http://www.xponentacademy.com/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E
জেনেসিসব্লগস- http://genesisblogs.com/ (http://genesisblogs.com/…/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%87%E0%A6…)
অনলাইন ডিসকাশান গ্রুপ:
Bangladesh Internet Marketing Professional Association (BIMPA) -https://www.facebook.com/groups/bimpa/
Search Engine Optimization BD -https://web.facebook.com/groups/webseoguide/
BD SEO - https://www.facebook.com/groups/bdseo/
DevsTeam - https://www.facebook.com/groups/devsteam/
SoftTech-IT - https://www.facebook.com/groups/softtechit/
Get SEO Answers - https://www.facebook.com/groups/getseoanswer/
oDesk Help - https://www.facebook.com/groups/odeskhelp/
SEO BD - https://www.facebook.com/groups/seobd/
SEM & SMM Group BD - https://www.facebook.com/groups/SEMGroupBD
অনলাইন স্কুল: https://www.facebook.com/groups/osbd24/
ইনফোনেট গ্রুফ: https/www.facebook.com/groups/infonetbd/
বই আর ই-বুক
SEO Book by Zakaria Chowdhury and Partha Sarathi Kar: http://www.e-prithibi.com/banglay_search_engine_optimizatio
Search Engine Optimization by Md. Mijanur Rahman (In Nilkhet: Rana book, Haque Library, Knowledge Touch or call Biplob at 01724310441)
Emarketing by Judy Strauss - http://www.amazon.com/E-Marketing-6th-Judy-St…/…/0132147556/ (এই বইটা নীলক্ষেতে পাওয়া যায়, কিন্তু ইংলিশে)
ভিডিও টিউটোরিয়াল
আলহেরা - http://alherabd.com/seo.php
Next Barisal - http://nextbarisal.com/index.php?action=product
www.mrfaruque.com/seo-video-tutorial.php
প্রতিষ্ঠান
Dhaka:
BIMPA Institute (Registration Pending):http://www.facebook.com/groups/bimpa/
http://www.mrfaruque.com
Bangladesh Association for Software and Information Services (BASIS) by BIMPA @ Kawran Bazar http://www.basis.org.bd/index.php/training orhttp://www.basis.org.bd/index.php/training/detail/32
BITM (BASIS Institute and Technology and Management) -http://bitm.org.bd
DevsTeam Institute @ Elephant Road: http://institute.devsteam.com/
BlogKori Academy @Dhamond/Onlinei: http://www.blogkoriacademy.com/…/announcing-blogkori-acade…/
SoftTech-IT Institute @ Uttara: http://institute.softtech-it.com/
Academy of Management and Science (AMS) @Bananihttp://ams.com.bd/index.php
TechnoBD Training @Mohammadpur:http://technobdtraining.com/course_details.php?course=SEO
National Institute for Human Resource Management (NIHRD) @ Uttara:http://www.nihrd.org/
Dueza IT http://it.dueza.com/
Academy Of Cloud @Pragati sarani, Gulshan:https://web.facebook.com/aocloud/info
Creative IT Institute @ Orchid Plaza, Dhanmondi 27: http://creativeit-inst.com/
iVive Labs @ Mohakhali DOHS (H - 281/D, R - 19/C) -http://www.ivivelabs.com
eBiz Elevator @ House No: 218/11(Mohiuddin Villa) ,4th Floor, Begum Rokeya Sarani, West Kafrul, Dhaka -1207, Bangladesh:https://web.facebook.com/eBizElevator (http://ebiz-elevator.com)
অনলাইন স্কুল বাংলাদেশ: Online Program, all bangladesh,https://web.facebook.com/Onlineschool24.bd
Chittagong:
Xponent Academy @ Sheikh Mujib Road:http://www.xponentacademy.com
MISYS Institute Of IT - DevsTeam -https://web.facebook.com/MISYSInstituteOfIT
Creative IT - http://creativeit-inst.com/
Mymensingh :
Freelance IT Lab @Sankipara (Beside Noyanmoni Market) Website :http://freelanceitlab.com/ FB Page :https://web.facebook.com/FreelanceITLab
IT Pal Organaization @ http://www.itpal.org/
Khulna
Pranon @ Nirala : http://www.pranon.com
National Institute for Human Resource Management (NIHRD) @ Nirala:http://www.nihrd.org/
Rajshahi
Oskillz @ https://web.facebook.com/OskillzInstituter
Rangpur
RangpurSource @ http://www.rangpursource.com,http://www.blog.rangpursource.com
আর, ইংরেজীতে যারা ভালো কিছু Resource আর Ebook খুজছেন, তারা এই Doc দেখতে পারেনঃ https://web.facebook.com/groups/bimpa/doc/164299780300997/
Collected .
www.mrfaruque.com is SEO Expert Bangladesh and done lots of outsourcing projects all over the world. we have good reputation with long term work…
MRFARUQUE.COM