ইসলামে প্রতিটি ভাল কাজের যেমন হিসেব থাকে তেমনি প্রতিটি খারাপ কাজেরও আছে হিসাব। কবরের আযাব শব্দটি আমাদের সকলের কাছেই অতি ভয়ানক একটি শব্দ। আমরা মানুষরা যেমন বেচে থাকতে চাই সম্পূর্ন সুখের একটি জীবন, তেমনি মৃত্যুর পরেও আমাদের আশা থাকে একটি সুখময় পরবাসের। অার অনন্তকালের জীবনের জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে কবর।
শুধুমাত্র যাদের উপর কিয়ামত কায়েম হবে তারা ছাড়া, আর সকলকেই এই কবরের মধ্য দিয়ে পরকালের জীবন শুরু করবে। প্রথম এই ধাপটি যিনি নিরাপদে পার করতে পারবেন, আশা করা যায় – কেয়ামতের দিন, হাশর ও মীযানের সময়ও তিনি নিরাপদে পার করতে পারবেন। তাই আমাদের সকলের চেষ্টা করা উচিত, কবরের জীবনে যাতে করে শান্তিতে থাকতে পারি তার জন্য আত্মনিয়োগ করা।
No comments:
Post a Comment