Time is money

Wednesday, April 29, 2015

রবি বন্ধ সংযোগে পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট ও সেরা কল রেট অফার ।

এই অফারটি কেবলমাত্র রবি বন্ধ সংযোগ প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
উদ্বোধনের তারিখ
১২ই এপ্রিল, ২০১৫
আনলিমিটেড ইন্টারনেট প্যাক
- এই বিশেষ আনলিমিটেড ইন্টারনেট প্যাকটি শুধুমাত্র এই অফারের গ্রাহকদের জন্য।
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই প্যাকটি ক্রয় করতে পারবেন।
- মেয়াদ থাকাকালীন গ্রাহকরা এই প্যাকটি দিনে ২৪ ঘণ্টা ব্যবহার করতে পারবেন।
- এই প্যাকটি ক্রয় করতে গ্রাহকদের *৮৬৬৬*২৯# নম্বরে ডায়াল করতে হবে।
- প্যাকের মূল্য ২৯ টাকা (ভ্যাট ব্যতীত)।
- এই প্যাক থেকে গ্রাহকরা সর্বোচ্চ ২০০০ এমবি পেতে পারেন ১০০০ এমবি (৩জি/২জি স্পীড) + এফইউপি ১০০০ এমবি (১২৮ কেবিপিএস স্পীড)।
- এই প্যাকের মেয়াদ ক্রয়ের তারিখ হতে ৫ দিন।
- ডাটা ব্যালেন্স চেক করতে গ্রাহকদের *৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করতে হবে।
সেরা কল রেট
- এই বিশেষ ট্যারিফ (সেরা কল রেট) লাভ করতে গ্রাহকদের ১৮ টাকা অথবা ৬৮ টাকা রিচার্জ করতে হবে।
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই বিশেষ ট্যারিফ লাভ করতে পারবেন।
- অন-নেট নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫ট)।
- অন-নেট নম্বরে ১ পয়সা/সেকেন্ড (বিকাল ৫টা থেকে রাত ১২টা)।
- অফ-নেট নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা)।
- ১৮ টাকা রিচার্জের পর ৭ দিন, এবং ৬৮ টাকা রিচার্জের পর ৩০ দিন মেয়াদ।
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই বিশেষ ট্যারিফ লাভ করতে পারবেন।
- যদি কোন গ্রাহক ১৮ টাকা অথবা ৬৮ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৫ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
- যদি কোন গ্রাহক অন্য যেকোনো ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তবে তিনি আর এই অফারের বিশেষ ট্যারিফ প্ল্যানের যোগ্য বলে বিবেচিত হবেন না।
অন্যান্য শর্তাবলী
z5
- গ্রাহকরা এই আনলিমিটেড ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারেন এবং (এসএমই, উদ্যোক্তা, এবং ইজিলোড ছাড়া) তাদের রবি প্রিপেইড নম্বর ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে এই শ্রেষ্ঠ কল ট্যারিফ উপভোগ করতে পারেন।
- বন্ধ সংযোগের গ্রাহকরা তাদের সিম থেকে কোনো বহির্গামী কল, এসএমএস, বা অন্য কোন উপার্জন-উৎপাদিত কার্যক্রমের মাধ্যমে সিম সক্রিয় করতে পারবেন।z5
- যোগ্যতা পরীক্ষা করার জন্য, গ্রাহকদের নিম্নলিখিত পদ্ধতিতে যে কোন রবি নম্বর থেকে বিনামূল্যে এসএমএস পাঠাতে পারেন:
A 018XXXXXXXX পাঠিয়ে দিতে হবে ৮০৫০ নম্বরে।
- সকল চার্জের জন্য ভ্যাট প্রযোজ্য হবে।
- এই অফার পরবর্তী ঘোষণা পর্যন্ত চলবে।

No comments: