Time is money

Monday, June 15, 2015

স্মার্টফোন দিয়ে হবে ওয়াকি টকি ষ্টাইলে কথা বার্তা

টিউন করেছেন : z5


 তাই কোন ভুল-ত্রুটি থাকলে আমাকে মাফ করবেন।
প্রথমেই টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সাইটে লেখা-লেখির সুযোগটা করে দেওয়ার জন্য। যাহোক আর কথা বাড়াচ্ছি না। সরাসরি কাজের কথায় চলে যাই।
এখন আপনি আপনার android ফোনাকে বানিয়ে ফেলুন walkie - talkie ৷ যার মাধ্যমে আপনি অনায়াসে যেকোন নেটওয়ারর্কে কম MB খরচ করে বিশ্বের যেকোন জায়গায় কথা বলতে পারবেন ৷ এক কথায় এই apps টি অসাধারন ৷ এপস টির নাম হচ্ছে (Zello).
নিচে এর ভিডিও লিংক দিলাম ৷ পারলে দেখবেন,

এই apps টির
ভয়েস কোয়ালিটি খুবই সুন্দর ৷
গ্রুপ বা চ্যানেল তৈরী করে কথা বলতে হয় ৷
১০০০ গ্রুপ তৈরি করা যাবে ৷
world wide কথা বলা যাবে ৷
ব্লুটুথ হেড সেট সার্পোট করে ৷
প্রত্যেক কথপোকথন অটো save হয়ে থাকে, ফলে পরে আবার শুনা যায় ৷
কল এলার্ট মেসেজ ও ছবি পাঠানো যায় ৷
নোটিফিকেশন ব্যাবস্থা আছে
এটি wifi'-2G-3G or 4G নেটওয়ার্ক সার্পোট করে৷
android এর সব ভার্সনে কাজ করে
এখন জানব কি ভাবে ইনষ্টলেশন ও গ্রুপ তৈরী
করা যায়:
apps টি install করে ওপেন করুন ৷
I already have a zello account.
I don't have a zello account.
https://www.evernote.com/shard/s380/sh/72c24527-8d43-47b2-b905-8f148354318c/3f43246c7d73c9146a1ab0f2ec399ae8
I don't have a zello account এ ক্লিক করুন ৷
তার পর username এর জায়গায় একটি uncomon নাম লিখে check availability তে ক্লিক করে দেখতে হবে ৷ এবং passwod ও Email id দিয়ে create এ ক্লিক করুন৷
ক্যামেরা চিহ্ন জায়গায় ছবি add করুন ৷তার পর save এ ক্লিক করুন৷
(মানুষ+) চিহ্নিত click করুন ৷
তার পর find a channel ক্লিক করুন ৷
এখন সার্চ বক্সে যাকে add করবেন তার নাম বা email আইডি দিয়ে সার্চ করুন ৷ যদি আমাকে add করতে চান তাহলে আমার id type করুন ৷ (taibul.bd@gmail.com) এখন taibul one সিলেকট করুন ৷
তার পর (+Add contact) এ ক্লিক করুন৷
এখন হলুদ গোল বৃও আসবে ৷ এই বৃত্রে বৃধ্ব আংগুলদিয়ে হালকা প্রেস করে কথা বলে ছেরে দিতে হবে৷ এভাবেই কথা বলার সিষ্টেম ৷
তাছাড়া মেনূ বাটনে প্রেস করে ststus যেয়ে Available ক্লিক করতে হবে ৷ আরো কিছু জানতে হলে আমাকে মেইল করুন৷ download link **https://play.google.com/store/apps/details?id=com.loudtalks









please stay with me for more trick

z5

No comments: