Time is money

Sunday, September 6, 2015

ফ্রিতে Apple ID খোলার পদ্ধতি। z5

আজ আমি আপনাদের দেখাবো
বাংলাদেশ থেকে কিভাবে Apple ID
বিনামূল্যে খুলতে হয় । তাই কথা না
বাড়িয়ে কাজে চলে যাই ।
১। iTunes ইনস্টলঃ
Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে
iTunes এর প্রয়োজন পড়বে।
** iTunes ডাউনলোড করতে এখানে
ক্লিক করুন
** ডাউনলোড শেষে কম্পিউটারে
iTunes টি ইন্সট্ল করে নিন।
২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।

৩। App Store ক্লিক করার পর Free Apps এ যে
কোন app এর উপর মাউস রাখলে Free
লিখাতে ক্লিক করুন ।
৪। আইটিউনস এ আপনাকে সাইন-ইন
করার জন্য বলা হবে। আপনি Create New
Account এ ক্লিক করুন।
৫।Continue এবং Agree বাটনে ক্লিক করুন।
৬।Agreement পেপারে যথাক্রমে ক্লিক
করুন
৭। সঠিক তথ্যাদি দিয়ে ফরমটি
ফিলাপ করুন এবং Continue তে ক্লিক করুন।
পাসওয়ার্ডে কমপক্ষে একটি
বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর
এবং নম্বর থাকতে হবে, আর
পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে
হবে। যেমন ঃ AlokitoBD2012$()
৮। Payment Type থেকে None এ ক্লিক করুন
এবং Billing Address গুলি নিচের
স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের
জায়গায় আপনার নাম লিখুন)। এবং
সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।
৯। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক
থাকলে আপনাকে আপনার E-Mail
এড্রেসটি Verification করতে বলা হবে।
১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ
করুন এবং Apple থেকে মেইলটি ওপেন
করে Verify Now > তে ক্লিক করুন।
১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে
আপনাকে লগ-ইন করতে বলা হবে।
আপনার ইমেইল এড্রেস এবং
পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।
সফলভাবে লগ-ইন হলে Email Address Verified
ম্যাসেজ দেখাবে। Return to the Store এ
ক্লিক করুন
১২।কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ
ফিরিয়ে নিয়ে যাওয়া হবে
এখন আপনি আপনার ইন্সটলকৃত iTunes
দ্বারা ID এবং Password দিয়ে লগিন করুন ।
১৩। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত
Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি
এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে
পারবেন।

No comments: