Time is money

Sunday, September 6, 2015

আসুন ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে শিখি। বিজয় শিশু শিক্ষা z5

আসসালামু আলাইকুম।
আমিও অনেকের মতই সঙ্গত কারণেই মোস্তফা জব্বারকে পছন্দ করি না। ব্যাবসা তিনি করতেই পারেন, তাই বলে তো আর অভ্র আর রিদ্মিকের উপর বারবার মামলা চাপানো ঠিক না। কিন্তু কোন খারাপ মানুষও যদি ভালো কাজ করে তবুও কাজটি প্রশংসনীয়। তাই বিজয় ডিজিটালের শিশুদের জন্য মজার অ্যাপগুলোকে খারাপ বলাটা অনুচিৎ। প্রত্যেক মানুষেরই ভালো-খারাপ উভয় গুণই থাকে। তাই ভালোকে সমর্থন আর খারাপকে খারাপ বলা উচিৎ। আজ আমি আপনাদের বিজয়ের একটি ভালো উদ্যেগের কথা বলবো। সেটা হলো ৪ থেকে ৬ বছরের শিশুদের জন্য অডিও-ভিডিও, অ্যানিমেশন ও  টেক্সট সমন্বয়ে তৈরী বিজয় শিশু শিক্ষা। বাংলা, ইংরেজি বর্ণমালা, সংখ্যা, ছড়া, গল্প, অনুশীলন সব মিলিয়ে শিশুদের জন্য আনন্দময় শিক্ষা। আমার কাজিন আর ভাসতীর জন্য ডাউনলোড করেছিলাম। অ্যাপগুলো শিশুদের জন্য ভালোই। কিন্তু রেটিং সঙ্গত কারণেই খুবই কম।

অ্যান্ড্রয়েডের জন্য(ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন।)

Cover art 

শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর জন্য।
শিশুদের ইংরেজি বর্ণমালা শেখানোর জন্য।
শিশুদের সংখ্যা শেখানোর জন্য।
Cover art
শিশুদের জন্য চমৎকার উদ্যেগ  এই ছড়ার অ্যাপগুলো। বাংলা ছড়ার সমগ্র-১
শিশুদের জন্য চমৎকার উদ্যেগ  এই ছড়ার অ্যাপগুলো। বাংলা ছড়া-২
শিশুদের জন্য চমৎকার ছোট ছোট বাংলা গল্প
আমার নিজেরই মনে ধরে গেছে। ঘোটদের তো ভালো লাগবেই। ইংরেজি কবিতা।
ইংরেজি গল্প। এই অ্যাপটাও ভালো লাগবে ছোটদের।

পিসির জন্য

পিসিতে কেবল অনলাইনে এগুলো চালানো যাবে।

No comments: