Time is money

Wednesday, September 16, 2015

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলো এখনি সংগ্রহ করে রাখুন z5

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা এখনি সংগ্রহ করুন।আমরা জানি সোসিয়াল বুকমার্কিং একটি স্মার্টনেস্ট পদ্দতি। যার মাধ্যমে আপনি আপনার সাইট কে দ্রুত এবং অনেক সহজেই সার্চ ইঞ্জিনের কাছে র‍্যাংক করাতে পারবেন।এবং এটা একটা গুরুত্বপূর্ন লিংক হিসেবে কাজ করে।এমনকি শুধুমাত্র লিংকের কাজটাই করে না সেখান প্রচুর পরিমানে ভিসিটর পেতেও আপনাকে সাহায্যে করবে।অনেক SEO বিজ্ঞরা মনে করেন।একটি সাইটের ভিসিটর এবং র‍্যাংকের ক্ষেত্রে ৩৫% ভূমিকা রাখে (২০১৪ সালের আপডেট অনুযায়ী) তবে যে সব সোসিয়াল সাইট আপনার সাইট কে র‍্যাংক বাড়াতে তা কিন্তু নয়।তার মধ্যে যে সাইট গুলা ডু-ফলো একমাত্র সেই সাইট গুলাই আপনার সাইটের র‍্যাংক বাড়াতে সাহায্য করে। আর সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা হচ্ছে লিংক বিল্ডার দের জন্যে একটা যুগান্তকারী সহায়ক।
এছাড়া যারা বিভিন্ন প্লাটফর্মে কাজ করেন তাদের একমাত্র ভরসা হিসেবে কাজ করে এই সাইট গুলা। যাই হোক এতক্ষন জানলেন সোসিয়াল বুকমার্কিং সাইট গুলার প্রয়োজনীয়তা এখন আমি একদম আপডেট ২০১৫ সালের হাই পেজ র‍্যাংক ডু-ফলো সোসিয়াল বুকমার্কিং সাইট গুলোর একটা লিস্ট দিলাম আজই সংগ্রহ করে রাখুন অবশ্যই কাজে লাগবে
সাইটগুলো দেখতে সাইটের নামের উপরে ক্লিক করুন

No comments: