Time is money

Thursday, September 3, 2015

এবার আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার স্মার্টফোনে তা সরাসরি লেখাতে পরিনত হবে। কোন কিছুই আর অসম্ভব নয়।z5

স্মার্টফোনে বার্তা আদান-প্রদান বা কোনো টেক্সট টাইপ করার কষ্টটুকুও অনেকে করতে চান না। এমন যাদের অবস্থা তারা ভাবেন যদি কথা বললেই তা লেখা হয়ে যেত তাহলে কত আরামই না হতো। স্মার্টফোন ও অ্যাপের কল্যাণে তারা এখন চাইলে এই আরামটুকু অনায়াসেই করতে পারেন।
প্রযুক্তির উন্নয়ন ও অ্যাপ্লিকেশনের যুগে এক সময়ের অবাস্তব এ কল্পনাও এখন খুবই সম্ভব। হাতের মুঠোয় থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি অ্যাপ ব্যবহার করে অনায়াসেই কাজটি করা যাবে। অ্যাপটির নাম ‘ভয়েস টু টেক্সট’।
প্রযুক্তির উন্নয়ন ও অ্যাপ্লিকেশনের যুগে এক সময়ের অবাস্তব এ কল্পনাও এখন খুবই সম্ভব। হাতের মুঠোয় থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি অ্যাপ ব্যবহার করে অনায়াসেই কাজটি করা যাবে। অ্যাপটির নাম ‘ভয়েস টু টেক্সট’।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এটি ব্যবহার করে মেইল বা ম্যাসেজের জন্য মুখে উচ্চারণ করে টেক্সট আকারে বার্তা লেখা যাবে। মেইল, ম্যাসেজে বার্তা পাঠাবো যাবে ভয়েস কমান্ডের মাধ্যমেও।
২. অ্যাপটিতে রয়েছে ট্রান্সলেট টু টেক্সট ফিচার।
৩. ভয়েস কমান্ড দেওয়ার পর কিছু সময় অপেক্ষার পর তা টেক্সটে পরিণত হবে।
৪. ভয়েস থেকে টেক্সট কনভার্টের অ্যাপটির ইউজার ইন্টারফেস চমৎকার।
৫. অ্যাপটির স্মার্টফোনে ব্যবহারের সহজে ডিভাইস ল্যাগ করে না। কেননা এটি যথেষ্ট হালকা।
অ্যাপ্লিকেশনটি নিচের ঠিকানা থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এখান থেকে ডাউনলোড করে নিন।
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ…

No comments: