Time is money

Wednesday, September 16, 2015

রুট, CWM recovery এবং রম ব্যাকআপ করুন আপনার Symphony Xplorer W150 এর z5

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক ভাল আছেন। খুব সহজেই আপনি আপনার সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ টি রুট করে এতে ক্লক ওয়ার্ড মোড রিকভারী (CWM) ইন্সটল করতে পারবেন। এটি এতটাই সহজ যে আপনি নিজেও অবাক হবেন। তবে এই কাজের জন্য আপনার যা প্রয়োজন হবে তা হলঃ Farmaroot, Mobile Uncle Tools এবং সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ এর রিকভারী ইমেজ। সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ১৫০ একটি রিব্রান্ডেড ফোন যা বলাই বাহুল্য। এতে আছে, এইচডি আইপিএস ডিসপ্লে (১২৮০x৭২০ পিক্সেলস), ১.২ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর (মিডিয়াটেকের MT6589), জিপিইউ হিসেবে আছে ইমাজিনেশন টেকনোলজির PowerVR SGX544MP, ১ গিগা বাইটের র‍্যাম, ৪ গিগাবাইটের রম যার মধ্যে ১.৬ গিগা বাইট ফোন স্টোরেজ আর এপ্লিকেশন ইন্সটল করার জন্য ১০০৮ মেগা বাইট মেমরি, ৮ মেগা পিক্সেল রেয়ার আর ২.১ মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ব্লুটুথ ভার্সন ৪.০, ওয়াইফাই, ৩জি আর ১৮০০ মিলি এম্পিয়ারের ব্যাটারী। সেন্সর হিসেবে আছে, প্রক্সিমিটি, লাইট, ম্যাগনেটিক ফিল্ড, ৩ডি এক্সিলারেশন এবং ডিসটেন্স সেন্সর, সেই সাথে জিপিএস। এটি অন্যান্য  যে যে নামে পাওয়া যায় তা'হলঃ QMobile A900/Life Play/Gionee elife E3.
যা হোক এবার প্রথমেই প্রয়োজনীয় সফট্‌ওয়্যার গুলো ডাউনলোড করার পালা।

আসুন ডাউনলোড করা যাক প্রয়োজনীয় এপ্লিকেশন গুলো।

####Farmaroot 1.9.1 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ১.০৩ মেগা বাইট

####Mobile Uncle Tools ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ১.২৮ মেগা বাইট

####Symphony Xplorer W150 recovery.img ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ৫.৮৮ মেগা বাইট

ডাউনলোড করা শেষ তাহলে ফাইল গুলো আপনার মোবাইলের মেমরি কার্ডে ট্রান্সফার করে নিন। আর হ্যা মনে রাখবেন recovery.img ফাইলটি অবশ্যই মেমরিকার্ডের রুটে রাখবেন। কোন ফোল্ডারে রাখবেন না। এবার নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
আপনার মোবাইলে Settings>>Developmen>>USB Debuggin অন রাখবেন এবং Install apps form Unknown source চেক্‌ড রাখবেন।
১. প্রথমেই ফার্মারুট ইন্সটল করে নিন।
২. ফার্মারুট রান করুন এবং Boromir এ ট্যাপ করুন।
৩. নিচের ছবির মত একটা কনফার্মেশন ম্যাসেজ দেখতে পারবেন।
৪. এবার আপনার মোবাইল রিস্টার্ট করুন।
৫. নিচের ছবির মত SuperSU নামের একটা এপ্লিকেশন ইন্সটলড পাবেন। (সুপার ইউজার)
৬. এবার Mobile Uncle Tools ইন্সটল করুন. এবং রান করুন।
৭. সুপার ইউজার একসেস গ্রান্ট করুন।
৮. Recovery Update এ ট্যাপ করুন।
৯. Recovery file in SDCard  এর নিচের recovery.img তে ট্যাপ করে OK করুন।
১০. reboot into recovery mode এ OK করুন।
১১. এখন আপনার মোবাইল CWM রিকভারী মোডে চালু হবে।
১২. এখন ভলিউম (+) (-) ও পাওয়ার বাটন দিয়ে কিংবা স্ক্রীনের নিচের টাচ প্যানেলে কিংবা সরাসরি ট্যাপ করে ব্যবহার করতে পারবেন।
আপনার রমের ব্যাকআপ নেওয়ার জন্য Backup/Restore অপসন টি থেকে ব্যাকআপ করে নিন। আপনার মেমরি কার্ডে clockwordmod নামের একটি ফোল্ডার তৈরি হবে যার মধ্যে ব্যাকআপ করার তারিখ সময় এর একটা ফোল্ডার পাবেন। এটিই আপনার রমের ব্যাকয়াপ। পরবর্তীতে রম রিস্টোর করার সময় মোবাইল বন্ধ অবস্থায় ভলিউম রকার আপ (+) বাটন ও পাওয়ার বাটন এক সাথে কিছুক্ষণ ধরে রাখলেই ফোন রিকভারী মোডে অন হবে এবং Backup/Restore অপসন টি থেকে রিস্টোর করে নিতে পারবেন।

No comments: