Time is money
Monday, August 31, 2015
দুঃসাহসিক বেয়ার গ্রিলসের অজানা তথ্য z5
নির্জন দ্বীপে একা একা বেঁচে থাকার চেষ্টা, গভীর সমুদ্রে একাকী ছুটে চলা কিংবা গহীন জঙ্গলে ভয়ঙ্কর প্রাণীকূলের সঙ্গে লড়াই করা মামুলী ব্যাপার তার। বলছি ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ Man vs Wild এর উপস্থাপক বেয়ার গ্রিলস () এর কথা।
বন্য পরিবেশে টিকে থাকার নানা কৌশল শিখিয়ে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। প্রতিকূল পরিবেশে তার বেঁচে থাকার সংগ্রাম আর তার বিদঘুটে খাবার খাওয়ার জন্যও তিনি বেশ জনপ্রিয়। বেয়ার একাধারে ব্রিটিশ অভিযাত্রী, লেখক এবং টেলিভিশন উপস্থাপক।
বেয়ার গ্রিলস ১৯৭৪ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বিপন্ন পরিবেশে টিকে থাকা নিয়ে বেয়ার গ্রিলসের বেশ কিছু টিভি শো আছে ইংল্যান্ড এবং আমেরিকাতে।
বেয়ার গ্রিলস ১৯৭৪ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বিপন্ন পরিবেশে টিকে থাকা নিয়ে বেয়ার গ্রিলসের বেশ কিছু টিভি শো আছে ইংল্যান্ড এবং আমেরিকাতে।
চলুন জেনে নেয়া যাক এই দুঃসাহসী উপস্থাপক সর্ম্পকে কিছু চমকপ্রদ তথ্য-
১. ১৯৯৮ সালে মাত্র ২৩ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেন বেয়ার গ্রিলস। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করার কারণেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। গিনেস বুকে তার নামও উঠে যায়। অবশ্য তার এই রেকর্ড এই পর্যন্ত ৪ বার ভাঙা হয়েছে।
২. মজার বিষয় হচ্ছে বেয়ার গ্রিলসের আসল নাম কিন্তু বেয়ার নয়। তার আসল না এডওয়ার্ড মাইকেল গ্রিলস।
৩. তার একমাত্র বোন লারা তাকে নামে ‘বেয়ার’ ডাকতে শুরু করেন যখন তার বয়স মাত্র ১ সপ্তাহ।
৪. বেয়ার কারাতে খেলায় ব্ল্যাক বেল্ট প্রাপ্ত।
৫. ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসে ৩ বছর কাজ করেছেন তিনি।
৬. এই স্পেশাল এয়ার সার্ভিসে থেকেই তিনি কীভাবে প্যারাসুট থেকে লাফ দিতে হবে, পানিতে ডাইভ দিতে হবে, জঙ্গলে বেঁচে থাকেতে হবে, খালি হাতে মারামারি করতে হবে ইত্যাদি বিষয়ে ট্রেনিং পান।
৭. এভারেস্ট জয় করার মাত্র ১ বছর আগে বেয়ার প্যারাসুট নিয়ে লাফ দিতে গিয়ে একটি দুর্ঘটনায় পড়েন। এই ঘটনায় তার মেরুদণ্ডের ৩টি হাড় ভেঙে যায়।
৮. বেয়ার গ্রিলস বইও লিখেছেন। ‘ফেসিং আপ’ নামে তার বইটি ব্রিটেনে সেরা দশ বেস্টসেলার বইয়ের তালিকায় ছিল। পরবর্তীতে আমেরিকায় বইটি The kid who climbed Mount Everest নামে প্রকাশিত হয়।
৯. বেয়ার মোট ১১টি বই লিখেছেন। এর মধ্যে বাচ্চাদের জন্য ৪টি কল্পকাহিনীর বই রয়েছে।
১০. তার মাউন্ট এভারেস্ট জয়ের ঘটনা নিয়ে একটি ডিওডোরেন্ট কোম্পানি তাকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করলে তিনি সর্বপ্রথম টিভিতে আসেন।
১১. তার প্রথম টিভি শো ছিল চ্যানেল ফোর-এ। নাম ছিল ‘এসকেপ টু দ্য লিজিয়ন’।
১২. এরপরেই তিনি ডিসকভারি চ্যানেলে ‘Man vs Wild’ নামে একটি টিভি শো করেন যেখানে ১ ঘণ্টার ১২টি পর্ব ছিল।
১৩. ‘Man vs Wild’ আমেরিকার ১ নম্বর টিভি শো হিসেবে জায়গা করে নেয়। সারা পৃথিবীর ২০০টি দেশে ১.২ বিলিয়ন দর্শক হয় এর।
১৪. ২০০৭ সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে একটি শক্তিচালিত প্যারাগ্লাইডারে করে পৃথিবীর সর্বোচ্চ চূড়ার উপরে উড্ডয়ন করেন। তার এই প্রচেষ্টা ২.৪ মিলিয়ন ডলার অনুদান যোগাড় করে।
১৫. ডিসকভারি চ্যানেলের সাথে তিনি ‘Man vs Wild’ নামে একটি এক্সবক্স, প্লেস্টেশন এবং উইই গেম প্রকাশ করেন।
১৬. ২০০৭ সালে গুজব ছড়ায় যে বেয়ার গ্রিলস এবং তার দলের অন্যান্য সদস্যরা জঙ্গলে তাঁবু খাঁটিয়ে থাকার বদলে হোটেলে বিলাসবহুলভাবে থাকে। কিছুদিন বন্ধ থাকলেও এই শো আবার ফিরে আসে এবং বিজ্ঞপ্তি দেয়, ‘বেয়ার গ্রিলস এবং তার সঙ্গীরা জীবনের জন্য হুমকি এমন যে কোন অবস্থায় বাইরের সাহায্য নিয়ে থাকে’।
১৭. গ্রিলস তার শোয়ের অংশ হিসেবে অনেক বিদঘুটে জিনিস খেয়েছেন যেমন- তিব্বতের চমরী গাইয়ের জমে যাওয়া চোখ, উটের পাকস্থলীর রস, জ্যান্ত সাপ, হাতের সমান বড় পোকার ডিম, বিশাল সাইজের জ্যান্ত মাকড়সা।
১৮. ছোটবেলায় তার প্রিয় টিভি শো ছিল ম্যাকগাইভার।
১৯. ২০০৯ সালে ৩৫ বছর বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ চিফ স্কাউট হিসেবে তিনি স্কাউট অ্যাসোসিয়েশনে নিযুক্ত হন।
২০. দুর্ঘটনায় পড়ে গ্রিলস শারীরিকভাবে সে সব আঘাত পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাঁধ ভেঙে যাওয়া, আঙুল কেটে যাওয়া, কনুই ভেঙে যাওয়া, হাঁটুর কার্টিলেজ ভেঙে যাওয়া, কোমরের হাড় সরে যাওয়া ইত্যাদি। এছাড়া কত অজস্রবার যে তিনি সাপ, বিছা আর মাকড়সার কামড় খেয়েছেন তার কোন হিসেব নেই।
২১. তবে এতো কিছু করার পরেও বেয়ার পড়াশোনাটা কিন্তু ঠিকভাবেই করেছেন। ব্রিটেনের নামকরা ‘এটন’ কলেজে পড়াশোনা করেছেন তিনি।
২২. ১৯৯৭ সালে তিনি সর্বকনিষ্ঠ হিসেবে হিমালয়ের আমা দাবলাম শৃঙ্গে চড়েন। উল্লেখ্য এই শৃঙ্গকে এডমুন্ড হিলারি ‘আনক্লাইম্বেবল’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
২৩. মাউন্ট এভারেস্টে জয় করতে তার সময় লেগেছিল মাত্র ৯০ দিন।
২৪. বেয়ার গ্রিলস বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তার ছেলেও হয়েছে বাবার মতন। মাত্র ৭ বছর বয়সে সে সুইমিং পুলে ডুবতে বসা একটি মেয়েকে উদ্ধার করে।
রঙ চা নাকি, দুধ চা? স্বাস্থ্যের জন্য কোনটা ভালz5
স্বাস্থ্যের দিকে তাকিয়ে অনেকেই রঙ চা খান, অনেকেই আবার দুধ চা। তবে বেশির ভাগ মানুষই জানেন না, তার আসলে কোন ধরণের চা খাওয়া উচিত। আড্ডা কিংবা বাসায় সাধারণত তাৎক্ষণিক ইচ্ছার উপরই নির্ভর করে কোন ধরণের চা খাবেন।
জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৬ জন নারীকে একবার রঙ চা, আরেকবার দুধ চা এবং একবার শুধু গরম পানি পান করতে দেন। তারপর প্রতিবারই আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়।
দেখা যায় যে, রঙ চা রক্তনালীর প্রসারণ ঘটায় যা উচ্চরক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রনের জন্য অত্যন্ত জরুরী। চায়ের মধ্যে থাকা ক্যাটেচিন রক্তনালীর প্রসারণের জন্য দায়ী।
দুধের মধ্যে থাকে ক্যাসেইন নামক একটি পদার্থ যা চায়ের মধ্যে থাকা ক্যাটেচিনকে বাধাগ্রস্ত করে। ফলে চায়ে দুধ মেশালে চায়ের রক্তনালী প্রসারণের ক্ষমতা একবারেই চলে যায়।
US Department of Agriculture এর গবেষকরা ইদুরের কোষের ওপর পরীক্ষা করে দেখেন যে, চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় ১৫ গুণ বেশি ইনসুলিন নির্গত হয় যা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরী। কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে।
যদি ৫০ গ্রাম দুধ মেশানো হয়ে, তাহলে ইনসুলিন এর নির্গমন শতকরা ৯০% কমে যায়।
যারা ওজন নিয়ন্ত্রন করতে চান তারা দেখে নিতে পারেন কোন চায়ে কত ক্যালরি।
দুধ চিনি ছাড়া রঙ চা = ২ ক্যালরি
১ চামচ চিনিসহ রঙ চা = ১৬ ক্যালরি
১ চামচ চিনি ও দুধসহ চা = ২৬ ক্যালরি
১ চামচ চিনিসহ রঙ চা = ১৬ ক্যালরি
১ চামচ চিনি ও দুধসহ চা = ২৬ ক্যালরি
সুতরাং রঙ চা উচ্চরক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রনে অত্যন্ত কার্যকরী। দুধ চা নয়।
এমন একটি এন্ড্রয়েড সফটওয়্যার যা ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কতো এমনকি বলে দিবে আপনি ছেলে না মেয়ে।z5
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
আপনার ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে নাকি মেয়ে, তাহলে কেমন হয়?
হ্যা, আপনাদের আজকে তেমন 1টি এপের সাথে পরিচয় করিয়ে দেব যা ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে নাকি মেয়ে। এপটি খুবই মজার ও সবক্ষেত্রেই প্রায় সঠিক তথ্য প্রদান করে।
হ্যা, আপনাদের আজকে তেমন 1টি এপের সাথে পরিচয় করিয়ে দেব যা ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে নাকি মেয়ে। এপটি খুবই মজার ও সবক্ষেত্রেই প্রায় সঠিক তথ্য প্রদান করে।
এবার আসুন জেনে নিই কিভাবে ব্যবহার করবঃ
এপটি দুইভাবে ব্যবহার করা যায়।
এপটি দুইভাবে ব্যবহার করা যায়।
১। এপটি দিয়ে ছবি তুলে তাৎক্ষনিকভাবে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করে।
এপটি দুইভাবে ব্যবহার করা যায়।।
১। এপটি দিয়ে ছবি তুলে তাৎক্ষনিকভাবে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করে।
এপটি দুইভাবে ব্যবহার করা যায়।।
১। এপটি দিয়ে ছবি তুলে তাৎক্ষনিকভাবেঃ
ক) প্রথমে এপটি ওপেন করুন।
খ) Take cam shot অপশন টিতে ক্লিক করুন।
গ) এন্ডয়েড এর ক্যামেরাটি ওপেন হবে।
ঘ) এবার যার বয়স নির্নয় করবেন তার ছবি তোলেন।
ঙ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
ক) প্রথমে এপটি ওপেন করুন।
খ) Take cam shot অপশন টিতে ক্লিক করুন।
গ) এন্ডয়েড এর ক্যামেরাটি ওপেন হবে।
ঘ) এবার যার বয়স নির্নয় করবেন তার ছবি তোলেন।
ঙ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করেঃ
ক) প্রথমে use your own photo তে ক্লিক করুন।
খ) যে ছবিটি ব্যবহার করবেন বা যার বয়স নির্নয় করবেন তার ছবিটি সিলেক্ট করুন।
গ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হলঃ
ক) প্রথমে use your own photo তে ক্লিক করুন।
খ) যে ছবিটি ব্যবহার করবেন বা যার বয়স নির্নয় করবেন তার ছবিটি সিলেক্ট করুন।
গ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হলঃ
১। সঠিক ও নির্ভুল তথ্য দেয়।
২। বন্ধু, নিজ, যে কারো ছবি বিশ্লষন করতে পারে।
৩। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কারো বয়স বের করা যায়।
৪। এপটি খুবই মজার ও সঠিক তথ্য দেয়।
৫। বিশ্লষনকৃত ছবি যে কোন সামাজিক মাধ্যমে শেয়ার করা যায়। Insa Softtech Studio এর ডেভেলপ করা
২। বন্ধু, নিজ, যে কারো ছবি বিশ্লষন করতে পারে।
৩। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কারো বয়স বের করা যায়।
৪। এপটি খুবই মজার ও সঠিক তথ্য দেয়।
৫। বিশ্লষনকৃত ছবি যে কোন সামাজিক মাধ্যমে শেয়ার করা যায়। Insa Softtech Studio এর ডেভেলপ করা
Age and Gender Talker.apk এপটি ডাউনলোড করুন।
Sunday, August 30, 2015
আপনার Android এর জন্য নিয়ে নিন HD Quality Screen Recorder পেউড এপ্স Free তেz5
আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি পেইড এপ্স যা দিয়ে আপনি আপনার Android ফোনের Screen Record করতে পারবেন তাও আবার HD Quality
কারণ আমি অনেকগুলো এই রকম বিনামূল্য Screen Recorder software ডাউনলোড করেছিলাম,
কিন্তু সেগুলোতে অনেক বিরক্তকর এড বা HD quality এর এপ্স পাওয়া যায় না।
তাই আমি চিন্তা করলাম এইটা হয়তবা আপনাদের উপকারে লাগতে পারে। এটি পেইড এপস্ এর মূল প্রায় $4.19 তবে চিন্তার কোন কারণ নেই।
কারণ এটি একদম ফ্রি তে ডাউনলোড করতে পারবেন। (কারণ আমার মনে হয় টাকা দিয়ে এপ্স কেনার জন্য আমরা টিটিতে আসি না টিটি শুধু আমাদের দেয়। সে কিছু নেয় না বিনিময়ে।)
নিচের কয়েকটি ছবি দিলাম।
চিত্র - 1
চিত্র - 2
এই Software টি Sound Record করে দুইভাবে।
1) বিল্ড ইন ভাবে:
বিল্ড ইনভাবে রেকর্ড করলে বাইরের কোন আওয়াজ Record হবে না। আর
2) মাইক দিয়ে Record:
মাইক দিয়ে Record করলে বাইরের সাউন্ড রেকর্ড হবে।
যদি ভালো লাগে তাহলে নিচে ডাউনলোড লিংক দিলাম।
Root User রা ডাউনলোড করুন এখান থেকে
আর
Un Root User রা ডাউনলোড করুন এখান থেকে
Upwork/oDesk-এর নতুন A to Z ভিডিও টিউটরিয়াল, সব সমস্যার সমাধান z5
টিউন করেছেন : আব্দুল ওয়াদুদ | প্রকাশিত হয়েছে : 8 ঘন্টা 50 মিনিট আগে :: 31 August, 2015 on 3:39 am | 225 বার দেখা হয়েছে | 1
Ads by Techtunes - tAds
ষ্টুডেন্ট কিংবা চাকুরীজীবি, বাড়তি আয়ের আশায় কিংবা স্বনির্ভর হওয়ার আশায় বর্তমানে অনেকেরই Freelancing এর দিকে আগ্রহ বেড়েছে। Freelancing বা Outsourcing সম্পর্কে তেমন কিছুই না জানা সত্বেও অনেকেরই বেশ আগ্রহ দেখা যায়। কিন্তু একটার পর একটা সমস্যা সামনে আসতে থাকায়, এক সময় আগ্রহে ঘাটতি দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে Freelancing বা Outsourcing নিয়ে অনীহা এবং এক পর্যায়ে বাদ দিয়ে দুরে সরে যায়! এমন মানুষদের সংখ্যাই বেশি।Freelancing এর জন্য অনেকগুলো মার্কেটপ্লেস থাকলেও জনপ্রিয় ও সহজ মার্কেটপ্লেস কিন্তু খুবই অল্প। আমি ২০১০ সাল থেকে Freelancing করছি। অনেকগুলো মার্কেটপ্লেসে কাজ করার চেষ্টা করলেও আমি সফলতা পেয়েছি upwork.com-এ। আমার বিবেচনায় অন্যসব মার্কেটপ্লেসের চাইতে upwork.com এর সবকিছুই অনেক সহজ। এখানে কাজ পাওয়া ও নিয়মকানুনগুলো অন্য মার্কেটপ্লেসের চাইতে সহজ ও সুন্দর মনে হয়েছে। কিন্তু মার্কেটপ্লেসগুলো মাঝে মাঝে তাদের ওয়েবসাইটের ইন্টারফেস পরিবর্তন করে, যা ইউজারদের বিড়ম্বনায় ফেলে দেয়। upwork.com এর নাম পূর্বে ছিল oDesk.com। হঠাৎ করে নাম পরিবর্তন ও ডিজাইনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসায় পুরাতনদেরই কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে, আর নতুনদের কথা তো বলার অপেক্ষা-ই রাখে না।
যারা Freelancing বা Outsourcing করতে কাজ খুঁজছেন, কিংবা মার্কেটপ্লেসে একাউন্ট নিয়ে সমস্যায় পড়েছেন, তাদের জন্য আমি upwork.com এর উপর ধারাবাহিক ভিডিও টিউটরিয়াল তৈরী করেছি। আশাকরছি upwork.com নিয়ে আপনার সব সমস্যার সমাধান এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন।
upwork এর প্রাথমিক ভূমিকা, একাউন্ট তৈরী, প্রোফাইল তৈরী, রেডিনেস টেষ্ট, স্কিল টেষ্ট, কিভাবে ১০০% সম্পন্ন করতে হয়, রি-সাবমিট ম্যাসেজ কেন আসে, কিভাবে কাজ খুঁজতে হয়, কিভাবে আবেদন করতে হয়, পেমেন্ট মেথড কিভাবে যোগ করতে হয়, কিভাবে কোন কাজের অফার গ্রহন করতে হয় ইত্যাদি সহ সব ধরনের সমস্যার সমাধান থাকছে ভিডিও টিউটরিয়ালগুলোতে।
টিউটরিয়াল দেখতে এই লিংকে ক্লিক করুনঃ https://www.youtube.com/playlist?list=PLBaBIT0TR2f8P-h24qkiqDRCKVob1y1kb
ছাত্র / ছাত্রীদের জন্য নিয়ে এসেছি দারুন একটা অ্যাপস। সম্পুর্ন ইংরেজী শিখুন আপনার মোবাইলে। কেউ আর ইংরেজীতে খারাপ থাকবেন না।z5
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি ভালই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন এক টিউন। হয়ত এই টিউনের মুল কারন হল ছাত্ররা, তাই আজকের এই টিউনটি খুবই উপকারী ছাত্রদের জন্য। তাই তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাই তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক।
টেনস ইংরেজী শেখার মুল ভিত্তি। তাই যদি পারেন তাহলে ছাত্ররা একটু মনোযোগ সহকারে একটু টেনস পড়ার চেষ্টা করবেন। আর তা যদি আপনার ফোনে থাকে তাহলে তো কোন কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেনস+ইংরেজী শেখার দারুন এক সফট্যওয়্যার। যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করুন।
আজ এ পর্যন্তই। যদি টিউনটি ভাল লাগে তাহলে একটা ধন্যবাদ দিয়েন। আর যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন আশা করি সমাধান দিতে পারব। ট্রিকরাউন্ডের সাথেই থাকবেন।
আপনার Android মোবাইলের ইন্টারনেট স্পিড কত এবং অহেতু MB কাটছে কিনা জেনে নিন ছোট একটি Software ব্যবহার করে।z5
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অনেক কিছুই জানিনা যা আমাদের জানা প্রয়োজন। যেমন আমি যে ইন্টারনেট ব্যবহার করছি তার স্পিড ঠিকমত পাচ্ছি কিনা,কুনো কারণে আমার ইন্টারনেট স্পিড কমে আছে কিনা,অহেতু মেগাবাইট কেটে নিচ্ছে কিনা,ইন্টারনেট ব্যবহারের সময় কত লোডিং হচ্ছে আমার এখানে আরো অনেক কিছু আমাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। এই সবকিছুই আপনি জানতে পারবেন ছোট একটি এপ ব্যবহার করে। এপটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Internet Speed Meter.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
Software Name: Internet Speed Meter.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Internet Speed Meter
Download:Internet Speed Meter
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
ডাউনলোড করুন FlashLight HD LED Pro Apps টি যা আপনার অন্ধ কারে চলতে সাহায্য করবে । অ্যান্ডয়েড Apps
আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে যে নিয়ে এসেছি FlashLight HD LED Pro Apps.এই APPS টি ব্যবহার করার ফলে রাতে চালাচল করার জন্য আপনাকে আর আলাদা ভাবে টর্চলাইট ব্যবহার করতে হবে না।
There are many Flashlight apps,So why ret this one?
- Brightest and most powerfull light possible
- It is simple and well designed
- Launch it and get light instantly by pressing one button
- Uses the integrated FlashLight
- Also uses your full screen as a light source (Works on all devices)
- Add a widget for quick access
Try it.Its simple the best at what it does.
FileName : FlashLight HD Pro
FileSize : 1.4 MB
Play Store Price : $ 3.07 BUY
Play Store Price : $ 3.07 BUY
Apps টি কেমন লাগলো আশাকরি জানাতে ভুলবেননা আমাকে
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে ও মুভি দেখে।
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে
এই সব আরও ভাল ভাল Apps ডা্উনলোড করার জন্য ভিজিট করুন এখানে
এছাড়াও যেকোন Apps জন্য ফেসবুক লাইক করুন। আপনার Apps টি রিকোয়েস্ট করুন, পেয়ে যাবেন Apps টি আসা করি। তাই এখন ই রিকোয়েস্ট করুন। ডাউনলোড লিঙ্ক কাজ না করলে আমাকে জানাবেন আমি ঠিক করে দিব
ফজরের নামাজের সময় যারা উঠতে পারেন না তাদের আরামের ঘুম হারাম করে দিতে অসাধারন একটি Android App…. Sleep Impossible.. মুসলমান ভাইদের যেন Download বাদ না হয় .z5
কেমন আছেন সবাই।
সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে ফজরের সময় অনেকে উঠতে পারেননা , আবার কেও অনেক রাত করে ঘুমানোর ফলে ফজরের সময় উঠতে পারিনা , আবার Alarm দিয়ে রাখলেও তাতে ঘুম ভাঙ্গে না। , ,
.
তাহলে উপায় কি?
.
সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে ফজরের সময় অনেকে উঠতে পারেননা , আবার কেও অনেক রাত করে ঘুমানোর ফলে ফজরের সময় উঠতে পারিনা , আবার Alarm দিয়ে রাখলেও তাতে ঘুম ভাঙ্গে না। , ,
.
তাহলে উপায় কি?
.
তাদের সব সমস্যার ইতি ঘটাতেই আমার আজকের এই পোস্ট . . . .
প্রথমে নিচ থেকে App টি নামিয়ে নিন
প্রথমে নিচ থেকে App টি নামিয়ে নিন
আজকে যে এপ টির কথা বলব তার নাম– Sleep Impossible
এই App টির বিশেষত্ত এতে নানা মাত্রা এবং duration set করা যায়। সুতরাং না উঠে উপায় নেই। Apnara Software টি একবার ব্যবহার করলেই সব বুঝতে পারবেন।
এটি মূলত frequency বাড়িয়ে বা কমিয়ে দেয়। এটি ব্যবহারের ফলে ব্রেইনে কোন প্রতিক্রিয়া ও হয় না।
আমার মতে এটিই সেই Software যা আপনি খুজছিলেন।
এই App টির বিশেষত্ত এতে নানা মাত্রা এবং duration set করা যায়। সুতরাং না উঠে উপায় নেই। Apnara Software টি একবার ব্যবহার করলেই সব বুঝতে পারবেন।
এটি মূলত frequency বাড়িয়ে বা কমিয়ে দেয়। এটি ব্যবহারের ফলে ব্রেইনে কোন প্রতিক্রিয়া ও হয় না।
আমার মতে এটিই সেই Software যা আপনি খুজছিলেন।
z5
টুইটার এর ভুল খুঁজে বের করে দিতে পারলে থাকবে পুরষ্কার। পুরষ্কার হবে সর্বোচ্চ ১৪০ ডলার।z5
মাইক্রো ব্লগিং সাইট টুইটার জানিয়েছে, কোন ব্যবহারকারী যদি সাইটিতে কোন ধরণের বাগ কিংবা ত্রুটি চিহ্নিত করে দেয়, তাহলে তাকে পুরস্কৃত
করা হবে। এই কাজের জন্য সর্বনিম্ন ১৪০ ডলার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
করা হবে। এই কাজের জন্য সর্বনিম্ন ১৪০ ডলার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
Hacker One নামক এই প্রোগ্রামটি মূলত চালু করা হয়েছিল ইন্টারনেট সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য। আর তাদের কাজের স্বীকৃতিস্বরূপ তাদের একটি নির্দিষ্ট অঙ্কের পুরষ্কার দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। যদিও সর্বনিম্ন ১৪০ ডলারের কথা বলা হয়েছে, টুইটার জানিয়েছে এক্ষেত্রে কোন সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়নি। কেননা এটি তাদের কাজের উপর নির্ধারিত হবে।
তবে এই পুরষ্কারের জন্য নির্বাচিত হওয়ার কিছু শর্তও রয়েছে।
Click To register
যেমন, কোন ত্রুটি উপস্থাপনের ক্ষেত্রে আপনাকেই প্রথম হতে হবে যদি আপনি পুরষ্কার
পেতে চান। এছাড়া, কিউবা, উত্তর কোরিয়া, সুদান, ইরান এবং সিরিয়ায় বসবাসরত কেউ এই পুরষ্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কারন দেশগুলোতে হ্যাকারদের পুরস্কৃত করার উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে।
যেমন, কোন ত্রুটি উপস্থাপনের ক্ষেত্রে আপনাকেই প্রথম হতে হবে যদি আপনি পুরষ্কার
পেতে চান। এছাড়া, কিউবা, উত্তর কোরিয়া, সুদান, ইরান এবং সিরিয়ায় বসবাসরত কেউ এই পুরষ্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কারন দেশগুলোতে হ্যাকারদের পুরস্কৃত করার উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে।
হ্যাকার ওয়ানের মতে, ইতোমধ্যেই ৪৪ হ্যাকারকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানানো হয়েছে এবং ৪৬ টি বাগ বা ত্রুটি চিহ্নিত করা হয়েছে। তাদের নগদ অর্থ প্রদান করা ছাড়াও হল অফ ফেমেও
তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভাইজান সময় পেলে এই সাইট টা থেকে ঘুরে আসবেন।,সব সময় নতুন নতুন টিপস পাবেন আর আপনি চাইলে
আপনার কম্পিউটার ও পেনড্রাইভ থেকে লাথি দিয়ে বের করে দিন অটোরান ও শর্টকাট ভাইরাস!!! (ভিডিও টিটোরিয়াল সহ)z5
আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটিউনস বাসী আপনারা সবাই কেমন আছেন?
কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকাট বা অটোরান ভাইরাসের কবলে পরেননি এমন কাউকে খুজে পাওয়া অসম্ভব।আপনারা হয়তবা অনেক ধরনের আন্টি ভাইরাস ব্যবহার করেন, কিন্তু আন্টি ভাইরাস এ এইসব ভাইরাস রিমুভ করা যায় না। আসলে এটি এক ধরনের লেটেন্ট (সুপ্ত) ভাইরাস।তাই অ্যান্টি ভাইরাস সফটওয়ার দিয়ে এইসব ভাইসাস রিমুভ করা সম্ভব হয় না। অনেকেই দেখা যায় তাদের কম্পিউটার এসব ভাইরাসে আওতাভুক্ত হলে চোখ বন্ধ করে উইন্ডোজ সেটআপ দেয়া ছাড়া আর কোন উপায় খুজে পান না। আবার মাঝে মাঝে হয়তবা দেখেন, আপনার পেন্ড্রাইব এ অনেক ফাইল থাকলেও আপনি কোন ফাইল দেখছেন না। শুধু দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট ফাইল আপনার সামনে ভেসে উঠেছে। ঠিক তাদের জন্য আমার আজকের ভিডিও টিউন টি।
টিউন টি সম্পুন্য লেখার চেয়ে আপনাদের বুঝাতে বেশি কাজে দেবে কারন আপনারা বারে বারে ভিডিও টি দেখে সমস্যা সমাধান করতে পারবেন, আর এই কারনে আপনাদের জন্য আমার এই ভিডিও টিটোরিয়ালটি।
তাই নিচের এই লিংক থেকে ভিডিও টিটোরিয়াল টি দেখে নিন।
ভিডিও টিটোরিয়াল টি দেখে উপকার হলে করতে ভূলবেন না কিন্তু!!!!
টিউন টি আগে প্রকাশিত হইয়েছিল এখানে।
আর কোন Problem হলে FB তে আমি তো আছিই।
আর সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভাল লিখা উপহার দিতে পারি।
আল্লাহ হাফেজ
এখন যে কোন মেয়ের ছবি body scan করে কাপড় খুলে ফেলুন!! ( Only For Android )| (with sshot)z5
“কেমন আছেন সবাই” আশা
করি ভাল! আজ আমি
আপনাদের সাথে এমন আকটি
apps শেয়ার করব যার
মাধ্যমে
আপনি যে কোন মেয়ের বডি স্কিন করে নগ্ন করতে
পারবেন
l মাত্র ১ MB।
NB:UC Browser দিয়ে এ্যাপসটি ডাউনলোড দিতে সুবিধে
হবে। বেশি কথা বলবো না শুধু
নিচ
থেকে সফটওয়্যার টা
Download Body Scanner Free
করুন আর মজা দেখুন just fun
করি ভাল! আজ আমি
আপনাদের সাথে এমন আকটি
apps শেয়ার করব যার
মাধ্যমে
আপনি যে কোন মেয়ের বডি স্কিন করে নগ্ন করতে
পারবেন
l মাত্র ১ MB।
NB:UC Browser দিয়ে এ্যাপসটি ডাউনলোড দিতে সুবিধে
হবে। বেশি কথা বলবো না শুধু
নিচ
থেকে সফটওয়্যার টা
Download Body Scanner Free
করুন আর মজা দেখুন just fun
ফ্রীঃ এবার গ্রামীনফোনের প্রি – প্রেইড গ্রাহকগন পাচ্ছেন মাত্র ৫ টাকায় ১ জিবি ( ৫০০ এমবি + ৫০০ এমবি ফেসবুক ) ডাটা !! যতখুশি ততবার পাবেন।z5
হ্যা! আপনার চোখ সত্যিই দেখছে।মাত্র ৫ টাকায় ১ জিবি ডাটাতাওআবার বাংলাদেশে চমকে উঠারকিছুই নেই। এটা আবার দিচ্ছেদেশের সেরা ও শীর্ষে থাকাঅপারেটর কোম্পানীগ্রামীনফোন।নাথিং ইস ইয়াম-পসেবল। হাসারকিছুই নেই আজকে কোচিং এপড়ারসময় ডাইলগটা তৈরী করলাম। চলুনদেখে নেওয়া যাক কোন গ্রাহকগনএই অফারের আওতাভুক্ত হন।গ্রামীণফোনের যে সকলপ্রিপেইডগ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি -এরচেয়ে কম ডাটা ব্যবহার করেছেনতাদের জন্যে আছে এটা দারুন খবর!
১) *500*45# ডায়াল করুন আর মাত্র ৫টাকায় কিনে ফেলুন ১ জিবিথ্রিজি ডাটা (৫০০এমবি Open + ৫০০এমবি Facebook) আর ৭ দিনেরমেয়াদে ব্রাউজ করুন ইচ্ছেমত।আপনিজিপির থ্রিজি বা টু’জিযেকোনো নেটওয়ার্কে এই ডেটাব্যবহার করতে পারবেন।
২) আপনার Open Internet ব্যালেন্সজানতে ডায়াল করুন *566*10# আরFacebook Internet এর ব্যালেন্সজানতেডায়াল করুন *566*1#।
৩) **এস ডি এবং ভ্যাট প্রযোজ্য।
৪) এই অফারটি তারাই পাবেনযারাগত ৩ মাসে কোন ডাটা ব্যাবহারকরেননী।৫) অফারটি যতখুশি ততবার নিতেপারবেন।
আপনার Sim কি Block হয়ে আছে ? খুলতে পারছেন না ? খুলতে গেলেই Password চাই ?z5
আপনার sim কি block হয়ে আছে ? খুলতে পারছেন না? খুলতে গেলেই password চাই ?
কোন সমস্যা নেই , আপনেই আপনার sim block remove korte পারবেন,
১. পথমে *2767*2878# ডায়েল করেন restart
হবে এবার password চাইলে যেকোন 4
সংখা দেবেন, যতবার চাবে ঐ একি সখা দেবেন.
২.*2767*2878# কাজ না করলে*2767*3855#
ডায়েল করেন।
কোন সমস্যা নেই , আপনেই আপনার sim block remove korte পারবেন,
১. পথমে *2767*2878# ডায়েল করেন restart
হবে এবার password চাইলে যেকোন 4
সংখা দেবেন, যতবার চাবে ঐ একি সখা দেবেন.
২.*2767*2878# কাজ না করলে*2767*3855#
ডায়েল করেন।
Saturday, August 29, 2015
দেখে নিন সায়েন্স এর নতুন কিছু ট্রিকস z5
সায়েন্স এর প্রতি সবারই একটু একটু ইন্টারেস্ট আছে। সায়েন্স এখনের যোগে মোল একটা সাবজেক্ট, এইটা ছারা যোগ পোরাই অচল।আজকে আমি সায়েন্স নিয়ে যেই টিউন টা করলাম তার মদ্দে কিছু কিছু হয়ত অনেকে আগে থেকেই জানেন আবার অনেকে হয়ত জানেন না।
আমার দেখানো টপিক গোলু হচ্ছে
১। কিভাবে সিক্রেট লিখা লেখা যায় যা আমাকে ছারা আর কেও দেখবে না পদ্দতি -১
২। কিভাবে সিক্রেট লিখা লেখা যায় যা আমাকে ছারা আর কেও দেখবে না পদ্দতি -২
৩। খুব সহজ ভাবে কিভাবে কম্পাস বানানো যায়
৪। ধারালো বস্তু (দা, ছুরি, ব্লেড ইত্যাদি) ছারা কিভাবে প্লাস্টিক বস্তু কাটা যায়
এই সব গুল যদি আপনারা চোখে না দেখেন তাহলে ভাল ভাবে বুজবেন না তাই আপনাদের সুবিদারথে আমি এই গুল কে ভিডিও করে আপলোড করলাম।
ভিডিও দেখার জন্য
আর আমার ভিডিও টা যদি ভাল লাগে লাইক ও শেয়ার করবেন।
আর আপনাদের যাদের iPhone, Andriod, Windows etc. Hacking সমন্দে জানতে ইচ্ছে আছে অথবা জানার দরকার তারা আমাকে টিউমেন্ট এ জানান।
হ্যাকিং নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনাদের কারও যদি দরকার হয় তাহলে আমি Techtunes এ শেয়ার করব ইন শাল্লাহ।
Hacking ছারা ও অন্য যেই কোন সাবজেক্ট এ জানার ইচ্ছে থাকলে আমাকে জানান
সৌন্দর্য কাহাকে বলে এবং কি?
সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক আর আবেগজনিত। একজনের কাছে একটা ব্যাপার ভালো লাগলেও অন্যজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, আজ আমরা অন্যান্য সৌন্দর্যের কথা বাদই দিলাম। আজ শুধু আমরা মানুষের সৌন্দর্যের কথাই বলব। অনেকে বলবেন এটা আবার বলার কি হল? আসলে ব্যাপারটা অত সহজ না যতটা আমরা ভাবি। মানুষের সৌন্দর্য নির্ভর করে ক্ষমতা, সময় আর পরিবেশের উপর। একটা কথা আছে না যে, "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোড়ে"। কথাটা হাড়ে হাড়ে সত্য।
বর্তমানে আমরা সুন্দরের কথা বললে ফর্সা আর চিকন মানুষের কথাই বলব। কিন্তু আজ থেকে কয়েকশ বছর আগে পরিস্থিতি কেমন ছিল? আসলে তখন ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তো চলুন দেখা যাক আমরা কিভাবে সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণ করে থাকি...
সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অর্থাৎ কোন এক সময়ে যে ধরনের মানুষ দেশের ক্ষমতায় থাকে সেই দেশের সকল মানুষ ঐ ক্ষমতাবান মানুষদের মত হতে চায়। যেমনঃ বর্তমানে বলতে গেলে পৃথিবীর আধিপত্য সাদা মানুষদের হাতে অর্থাৎ ইংল্যান্ড বা আমেরিকার মত দেশের মানুষের হাতে। ক্ষমতার বেশিরভাগ লোকই সাদা চামড়ার। তাই বর্তমানে সকলেই তাদের অনুকরণ করতে চায়। সহজভাবে বলতে গেলে বিখ্যাত খেলোয়াড় নেঈমারের চুলের কাটিং যেমনই হোক না কেন সকলে তাতেই সৌন্দর্য খুঁজে পায়। এইজন্যেই বর্তমানে আমাদের সৌন্দর্যের মানদণ্ড হল সাদা চামড়ার মানুষ। কিন্তু যখন পৃথিবীতে আরবদের অর্থাৎ কালো মানুষের আধিপত্য বিরাজ করত তখন সকলেই কিন্তু সেই কালো মানুষদেরকেই সুন্দর বলেছে। তাদের রাজা-রানিরা ছিল কালো। তাই সকলেই কালো হতে চাইত, তাদেরমত সাজসজ্জা নিতে চেষ্টা করত। তাই তখন সুন্দরের মানদণ্ডে ছিল কালো মানুষেরা।
এভাবেই সময়ের সাথে সৌন্দর্যের সংজ্ঞা পাল্টায়। সুতরাং সৌন্দর্যের মানদণ্ড বলতে স্থায়ী কিছু নেই। আজ যাদেরকে সুন্দর বলা হয় হয়ত কাল তাদেরকে কুচ্ছিত জ্ঞান করা হবে।
কেউ কিছু মনে না করলে একটু অ্যাডভার্টাইজ করব।
'ওমেগা প্রাইম' নামক একটা অর্গানাইজেশন এর মাধ্যমে আমরা সারাদেশে বিজ্ঞান চর্চা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। এর মধ্যে প্রধান হল বিজ্ঞান পত্রিকা প্রকাশ, বিজ্ঞান আলোচনা আয়োজন, জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। আর এসকল কাজ নিজেদের পকেটের টাকা দিয়েই করতে হচ্ছে। আমরা কেবল চাই দেশে যেন বিজ্ঞান চর্চাটা বৃদ্ধি পাক। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
Subscribe to:
Posts (Atom)