Time is money

Friday, August 21, 2015

ডাউনলোড করে নিন অসাধারন বাংলা অনুবাদ করা একটি বই “সাইকো”। “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” মুভি টি এই বই এর একটা দৃশ্য থেকে কপি করা।z5

ভালো কিছু পেলেই আপনাদের মাঝে শেয়ার করার চেস্টা করি। এই বই টি শেয়ার না করে পারলাম না। অসাধারন একটি বাংলা অনুবাদ করা বই।
বইটির নামঃ সাইকো
বইটি লিখেছেন বিখ্যাত লেখক ঃ রবার্ট ব্লচ
বইটির বাংলায় অনুবাদ করেছেনঃ অনিশ দাশ অপু ওনাকে আমি ধন্যবাদ জানাবো এমন একটি বই আমাদের কে উপহার দেওয়ার জন্য।
বইটি সমন্ধে কিছু কথা ঃ বই টি পরলে আপনি সাইকোলজিক্যাল থ্রিলার সমন্ধে বুঝতে পারবেন। আর মজার ডিটেকটিভ কাহিনি আছে বইটিতে
যেটা আপনি বই টি না পরলে বুঝ তে পারবেন না। আর বই টির একটা অংশ দেখে বাংলাদেশ এ "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিটি বানানো হয়"
যারা মুভিটি দেখছেন তারা বইটি পরলে বুঝতে পারবেন।
যাই হক আমার বই টি পরে ভালোলেগেছে আশা করি আপনাদের ও ভালো লাগবে।

আর একটি বই আমি শেয়ার করবো  বইটির নাম ঃ আল কুর-আন ও আধুনিক বিজ্ঞান।
বইটি লিখেছেন ঃ মোহাম্মদ ওসমান গনি
উনি বই টি লিখতে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানির কথা তুলে ধরেছেন। বিশেষ করে স্টিফেন হকিং এর কথা।
বইটি পরলে মহাকাশ সমন্ধে জানতে পারবেন কারন এতে জীব বিদ্যা থেকে শুরু করে মহাকাশ বিদ্যার কথা লেখা আছে।
এই বইটি তে কোন ভাবে অন্য কোন ধর্ম নিয়ে লেখা খারাপ কিছু বলা হয় নি। তাই সবাই বইটি পরতে পারবেন।
বই টি বিজ্ঞান এর আলোকে কুর-আন শরীফ থেকে বর্ণনা করা হয়েছে। বইটি আমার কাছে ভালো লেগেছে।
ভালো থাকবেন. z5

No comments: