বাংলাদেশের আবেগের আরেক প্রতিশব্দ যেন ক্রিকেট। রূপে-রঙে ক্রিকেটকে নিয়ে মাতামাতির শেষ নেই এই ষোল কোটি জনতার। ক্রিকেট পাগল এই জাতির জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে নির্মিত মোবাইল অ্যাপ্লিকেশন “ক্রিকেট বাংলাদেশ”।
অনন্য সব ফিচার আর সেবার মানোন্নায়নের মাধ্যমে সেই উন্মাদনাকে অন্য রূপে নিয়ে গেছে “ক্রিকেট বাংলাদেশ”। বাংলায় লাইভ স্কোর, প্লেয়ার প্রোফাইল, ম্যাচ শিডিউল কিংবা নিউজসহ রয়েছে রকমারী সব ফিচার।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
সোজাসাপ্টা আলো ফেলি সেই সব ফিচারের ওপরেইঃ
→ লাইভস্কোরঃ বাংলাদেশের সবগুলো ম্যাচের সরাসরি স্কোর আপডেট পাওয়া যাবে সম্পূর্ণ বাংলায়।
→ নিউজঃ বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট দল সংক্রান্ত সর্বশেষ যে কোন খবর জানতে চোখ রাখুন এই ফিচারে।
→ টাইগার্সঃ পরিপূর্ণ স্ট্যাটিস্টিক্সসহ সকল খেলোয়াড়দের প্লেয়ার প্রোফাইল পাওয়া যাবে এখান থেকে।
→ ম্যাচফিকশ্চারঃ চলমান ও পরবর্তী সকল সিরিজের ম্যাচ শিডিউলসহ থাকবে সাম্প্রতিক অতীতের সকল ম্যাচের ফলাফলসহ তালিকা।
→ ভিডিওঃ বাংলাদেশের খেলার গুরুত্বপূর্ণ ভিডিও খুঁজে পেতে খুবস হজেই ব্যবহার করুন এই অপশনটি।
→ ফ্যানজোনঃ টাইগারদের শুভ কামনা জানাতে কিংবা আপনার যে কোন সুচিন্তিত মতামত জানাতে ব্যবহার করুন “ফ্যান জোন” অপশনটি।
→ সোশ্যালঃ সামাজিক যোগাযোগের অপরিপূরক মাধ্যম ফেসবুকের যে কোন হালহকিকত জানতে বা পছন্দের খবরটি শেয়ার করে বন্ধুদের জানাতে ব্যবহার করুন সোশ্যাল।
সবশেষে থাকছে আপনার পছন্দ বা অপছন্দের ভিত্তিতে অ্যাপটিকে রেটিং দেওয়ার সুবিধাও।
2. ক্রিকেটের অনেক মজার ঘটনা “ ক্রিকেটের মজার তথ্য ” নামক এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে।
নিচের লিনক থেকে নামিয়ে নিন।
কি কি জানত পারবেন।
টেন্ডুলকারের ব্যাট দিয়ে বিশ্ব রেকর্ড
প্রথম বলেই বার বার কুপোকাত
ভুতুড়ে মিল
অ্যালেক স্টুয়ার্টের ম্যাজিক নাম্বার
0 তে ক্রিকেটের দুনিয়াতে কি হয়েছিলো
মৃত্যুদন্ডপ্রাপ্ত ক্রিকেটার
একাধিক দেশকে প্রতিনিধিত্ব
ক্রিকেট দলে আত্মীয়তা
অন্য খেলায় খেলা ক্রিকেটার
প্রথম টিভি আম্পায়ার আউট
প্রথম ইনিংসের আক্ষেপ প্রথম হেলমেট পরে মাঠে নামেন যেই ব্যাটসম্যান
ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট হননি
গভর্নর ক্রিকেটার
ব্রায়ান লারার অন্যরকম রেকর্ড
বিয়ের জন্য রেকর্ড হাতছাড়া
অদ্ভুত পুনরাবৃত্তি
একই বোলার পর পর দুটি ওভার বল
একই দিনে চারটা ইনিংস
একটি আইন এখনও বলবত আরও অনেক মজার মজার তথ্য ধন্যবাদ।
অনেক অনেক ভাল থাকবেন সবাই।
No comments:
Post a Comment