বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম, আমার মুসলিম ভায়েরা আপনারা সবাই ক্যামন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভাল আছেন! আমি ও আপনাদের দোয়াতে আল্লাহ ভাল রেখেছেন।বেশী ভূমিকা করে সময় নষ্ট না করে চলুন আসল কাজে জাওয়া যাক।
আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে হাজির হলাম, সেই বিষয়টি পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্ব পূর্ণ বিষয়। তাই দয়া করে মুসলিম ভায়েরা আপনাদের কাছে অনুরধ, টিউনটি এরিয়ে যাবেন না। সেই বিষয়টি হচ্ছে, সহিহ শুদ্ধ মাখ্রাজের সহিত কোরআন শিক্ষা।
আমাদের নাবি করীম (সাঃ) বলেছেন, তোমাদের মধ্যে উত্তম অই বেক্তি, যে কোরআন শিক্ষা দেয়, এবং যে কোরআন শিক্ষা গ্রহণ করেন।
তাই মুসলিম ভাইরা একটা কথা বলে রাখি কোরআন ছাড়া পৃথিবী কাঙ্গাল। তাই আসুন আমরা সবাই কোরআন শিক্ষা গ্রহণ করি।
ভয় নেই আমি আপনাদের বাসাই যেয়ে মেরে পড়াবো না। তবে যেহেতু সেই উপাই নেই তাই আমি আপনাদের কে একটা সফটওয়ার দিলাম।এই সফটওয়্যার তে আপনি পাবেন=
- হরফ।
- পরিচিতি।
- যবর যের পেশ, দুই যবর দুই যের দুই পেশ এর ব্যবহার।
- মদ্দ।
- সাকিন।
- তানবীন।
- গুন্নাহ।
- কথাই থামতে হবে।
- কিছু সুরা সহ।
- আরও অনেক কিছু।
তাই আগে সফটওয়্যার টি নামিয়ে নিন। তারপর বাকি কথা বলছি।
নামাতে এখানে ক্লিক করুন --> কোরআন শিক্ষা
এই সফটওয়্যারটি আপনাকে ইন্সটল দেয়া লাগবে না, প্রথমে সফটওয়্যারটি আনজীপ করুন। তারপর নিচের ফটো গুলা দেখুন।
১. এবার লাল দাগ দিয়ে মার্ক করা আল কুরআন সিক্ষায় ক্লিক করে ওপেন করুন।
২. এবার এরকম দেখতে পারবেন, এখানে লাল দাগের ভিতর ফাকা যাই গাই আপনার নাম টা লিখুন।
৩.এবার আপনি সব লিস্ট দেখতে পাবেন, আর তাই প্রথম হরফ থেকেই শুরু করুন, সেই কারনে আপনি হরফ লেখাই ক্লিক করুন।
৪. হরফে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন, এবার আপনি যে হরফে ক্লিক করবেন, সেই হরফ আওয়াজ করে উচ্চারণ হবে।
৫. তারপর আপনি আরেকটু ভাল করে উচ্চারন সেখার জন্য লাল দাগ দেয়া "জটিল উচ্চারণ" এ ক্লিক করুন।
৬. এখানে আপনি হরফের মাখরাজ দেখতে পারবেন, কোন উচ্চারণ কথার থেকে উচ্চারণ করতে হবে। তারপর --> নেক্সট বাটনে ক্লিক করতে আরও হরফ দেখতে পারবেন।
৭. তারপর সূচিপত্রে ক্লিক করতে আবার আপনি মেনুতে চলে আসবেন। এখানে আপনি কুরআন সিক্ষার যা যা দরকার সব পাবেন, এবং প্রতিটা অপশনে ক্লিক করে ভাল ভাবে সব সিখে নিন।
আশাকরি বুঝতে কারোর সমস্যা হবেনা। যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে জানাবেন। সাহায্য করার চেষ্টা করব।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন,
আল্লাহ হাফেজ।
নিচে প্রয়োজনীয় কিছু টিউন এর আইডি দিয়ে দিলাম যদি ভাল লাগে তাহলে দেখে নিবেন।
No comments:
Post a Comment