Time is money

Saturday, November 28, 2015

রবি স্যামসাং স্মার্টফোন অফার! z5

Unnamed
আরম্ভের তারিখ
১০ নভেম্বর, ২০১৫
রবি আপনাকে দিচ্ছে স্যামসাং জে সিরিজের সাথে ৪৯০০ বোনাস
ক্যাম্পেইন অফার
অফার বিবরণ
অন-নেট ৭০০ মিনিট
অফ-নেট ৩০০ মিনিট
ডাটা(এমবি) ৪ জিবি
বান্ডেলটি ৩মাস ধরে প্রদান করা হবে
হ্যান্ডসেট ফিচার এবং মূল্য
গ্যালাক্সি জে ২ গ্যালাক্সি জে ৫ গ্যালাক্সি জে ৭
৪.৭” স্ক্রিন ৫.০” স্ক্রিন ৫.৫” স্ক্রিন
১.৩ গিগাহার্জ ডুয়েল কোর ১.২ গিগাহার্জ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ কোয়াড কোর
৫ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
১ জিবি র‍্যাম ১.৫ জিবি র‍্যাম ১.৫ জিবি র‍্যাম
৮ জিবি রম ১৬ জিবি রম ১৬ জিবি রম
২০০০ mAh ব্যাটারি ২৬০০ mAh ব্যাটারি 3000 mAh ব্যাটারি
১২,৯৯০ টাকা ১৮,৯০০ টাকা ২১,৯০০ টাকা
শর্তাবলী
– সকল বিদ্যমান এবং নতুন প্রি-পেইড মাস, পোস্ট-পেইড এবং এসএমই (পিসিও ব্যতীত)সাবস্ক্রাইবারই অফার উপভোগ করতে পারবেন
– স্যামসাং গ্যালাক্সি জে২, গ্যালাক্সি জে৫ এবং গ্যালাক্সি জে৭ স্মার্টফোন ক্রয়ের পরে, সাবস্ক্রাইবারকে তাদের ক্রয়কৃত স্যামসাং গ্যালাক্সি জে১, জে৫ এবং জে৭ স্মার্টফোনের যেকোন বৈধ এমএসআইএসডিএন নম্বর দিয়ে সফল ভয়েজকলের মাধ্যমে বান্ডেলের বৈধতা ভ্যারিফিকেশন করতে হবে।
– সার্ভিস চালুর ৭২ ঘন্টার মধ্যে বোনাস দেয়া হবে
– নিবন্ধনের সময় প্রথম ট্যাগকৃত আইএমইআই আমাদের বিবেচনায় থাকবে
– নিবন্ধনের সময় প্রথম ট্যাগকৃত এমএসআইডিএন আমাদের বিবেচনায় থাকবে
– একাধিক এমএসএসআইডিএন এবং আইএমইআই ট্যাগ বিবেচনা করা হবে না
– এই ডাটা উপভোগের জন্য গ্রাহককে অবশ্যই স্যামসাং এবং সংশ্লিষ্ট রবি নম্বর ব্যবহার করতে হবে
– বান্ডেল মিনিট শুধুমাত্র লোকাল ফোন কলের জন্য প্রযোজ্য
– এসএমই কানেকশন থেকে যে কোন সিইউজি নম্বরে কলের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত ট্যারিফ অনুযায়ী প্ল্যান প্রযোজ্য হবে
– বান্ডেল মিনিট পোস্টপেইডের ক্ষেত্রে সিইউজি, এফএনএফ এবং প্রিয় নম্বরে ব্যবহার করা যাবে
– প্রিপেড নম্বরের ক্ষেত্রে বান্ডেল মিনিটের জন্য ১০ সেকেন্ড পালস প্রযোজ্য হবে
– পোস্ট-পেইডের ক্ষেত্রে প্যাকেজ অনুসারে বান্ডেল মিনিটের পালস প্রযোজ্য হবে
– বান্ডেল মিনিটের সমাপ্তির পরে প্যাকেজ অনুসারে নিয়মিত কলরেট প্রযোজ্য হবে এবং ডাটা ভলিউমের মেয়াদ থাকাকালীন ডাটা ফুরিয়ে গেলে গ্রাহককে পে পার ইউজ নিয়মে ১টাকা/এমবি হিসেবে চার্জ প্রদান করতে হবে
– অব্যবহৃত বান্ডেল আইটেম বাজেয়াপ্ত করা হবে এবং নতুন মেয়াদের সাথে অব্যবহৃত বান্ডেল মিনিট ও ডাটা নতুন মেয়াদের সাথে যুক্ত হবেনা
– শর্ট কোডের মাধ্যমে বান্ডেল মিনিট ব্যবহার করা যাবে না
– আইডিডি কলের ক্ষেত্রে বান্ডেল মিনিট প্রযোজ্য হবে না
– বান্ডেল মিনিট ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কাউকে পাঠানো যাবে না
– রবি-রবি (প্রি-পেইড/এসএমই) মিনিট চেক করতে ডায়াল করুন *২২২*২#, অন্যান্য অপারেটরে মিনিট চেক করতে ডায়াল করুন *২২২*৯# এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮#
যেসকল রং-এ পাওয়া যাচ্ছে
– কালো
– সাদা
– সোনালী
যেসকল স্থানে বান্ডেল পাওয়া যাচ্ছে
১। রবি সেবাঃ
– ঢাকাঃ গুলশান, পল্টন, ধানমন্ডি, রবি লাউঞ্জ-যমুনা ফিউচার পার্ক, উত্তরা
– চট্টগ্রামঃ আগ্রাবাদ, মুরাদপুর, সিইপিজেড
– নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালি, বগুড়া, রাজশাহী
– যশোর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, ফরিদপুর, চাকোরিয়া
২। সকল স্যামসাং স্মার্টফোন স্টোর
ওয়ারেন্টি
– হ্যান্ডসেটের ক্ষেত্রে ১ বছরের সাধারণ ওয়ারেন্টি

No comments: