Time is money

Thursday, November 26, 2015

৭ ইঞ্চির ট্যাব আনলো জিওমি z5

৭.৯ ইঞ্চির একটি ট্যাবলেট
বাজারে ছাড়লো চীনের প্রযুক্তি
পণ্য
নির্মাতা প্রতিষ্ঠান জিওমি। এটির
মডেল মিপ্যাড ২। জিওমি মিপ্যাড ২
ট্যাবটির ডিসপ্লের রেজুলেশন
১৫৩৬x২০৪৮ পিক্সেল।
ট্যাবটিতে আছে ইন্টেলের অ্যাটম
এক্স৫-জেড ৮৫০০ মডেলের ২.২৪
গিগাহার্টজের কোয়াডকোর
প্রসেসর। ২
জিবি র্যাম।নতুন ট্যাবটি ১৬ জিবি
এবং ৬৪ জিবি ভার্সন পাওয়া
যাবে।
ট্যাবটির রিয়ার ক্যামেরা ৮
মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৫
মেগাপিক্সেলের ক্যামেরা। এই
ট্যাবটির ব্যাটারি ৬১৯০
মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
মিপ্যাড ২ এ আছে ওয়াইফাই, ব্লুটুথ,
ইউএসবি সি টাইপ নেটওয়ার্ক
কানেকটিভিটি। এতে ফাস্ট
চার্জি
টেকনোলজি সংযোজন করা হয়েছে।
অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং
সিস্টেম চালিত এই ট্যাবটি উইন্ডোজ
১০ অপারেটিং সিস্টেম চালিত
ভার্সনে পাওয়া যাবে।
চীনের বাজারে ট্যাবটির মূল্য ১২৯৯
ইয়েন। ভ্যাট এবং ট্যাক্সবাদে
বাংলাদেশী টাকায় এটির মূল্য
দাঁড়ায়
১৫ হাজার ৭২৮ টাকা।

No comments: