Time is money

Sunday, November 29, 2015

"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"z5

"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম" 



মাত্র সাত বছর বয়সে ছেলেধরাদের কাছ থেকে পালাতে গিয়ে রাসেল ট্রেনের নীচে কাটা পড়ে। এরপর থেকেই শুরু হয় রাসেলের জীবনযুদ্ধ। ঢাকা পঙ্গু হাসপাতালে বেহুস হয়ে পড়েছিলো আটদিন। যখন প্রথম সে চোখ খোলে দেখে -তখন সে আর আগের রাসেল নেই। দুহাত আর পায়ের অর্ধেক সারাজীবনের জন্য হারিয়ে রাসেল বেঁচে নিলো পঙ্গুত্বের জীবন। মাথায় ২০টি সেলাই নিয়ে ভর্তি হয় ছিন্নমূলশুিশুদের স্কুলে। স্কুলে আসা যাওয়ার পথে রাসেলের জন্য এসেছে নানা প্রলোভন। পড়ালিখা করে কি হবে? ভিক্ষার থালা নিয়ে দাঁড়ালেই দিনে ৩০০ থেকে ৫০০ টাকা খুব সহজেই আয়। ওর দুটো হাত নেই, পায়ের অনেকাংশই নেই-এটাতো ভিক্ষাবৃত্তির জন্য দারুণ সুযোগ। এ সুযোগটিকে অবহেলা করতে পারে শুধু বোকারাই।ওকে পঙ্গু হওয়ার অভিনয় করে লোক ঠকাতে হবেনা। ওতো সত্যিকারের একজন পঙ্গু, বিকলাঙ্গ। কিন্তু, এই মোহ আর প্রলোভন রাসেলকে ভিক্ষাবৃত্তির পথে নিয়ে যায়নি। বিবেক বাঁধা দিয়েছে। অতি কষ্টে রাসেল তোলে নিলো শরীর সাথে কোনো রকমে ঝুলে পড়া হাতের অংশ নিয়ে রঙতুলি। শুরু হলো তার আঁকা।আর এই রঙতুলি নিয়েই চলছে রাসেলের জীবনসংগ্রাম।

ভাগ্যের নির্মম পরিহাস যে রাসেলের জীবনকে দুর্বিষহ, ধূসর করে তোলেছিলো- রাসেল নিজের প্রচেষ্ঠায় ভিক্ষাবৃত্তিকে পায়ে ঠেলে রঙতুলি দিয়ে ছবি এঁকে নিজের জীবনের চলার পথকে রাঙ্গিয়ে তোলছে।

এই পঙ্গু, বিকলাঙ্গ রাসেলের বিবেকটুকু আজ আমাদের নেই। 
ফাইল আটকিয়ে ঘুস খাওয়া এক ধরণের ভিক্ষাবৃত্তি।
নেতা, দলনেতা, উপনেতার নামে মানুষকে জিম্মি করে চাঁদা ওঠানোও ভিক্ষাবৃত্তি।
ভুইফোড় সংগঠনের ব্যানারে নানা অনুষ্ঠানের নামে অর্থ আদায়ও ভিক্ষাবৃত্তি।
বিদেশে অনুষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মানবপাচার করাও ভিক্ষাবৃত্তি
উন্নয়নের বরাদ্দ অর্থ আত্মসাত করে মেরে খাওয়াও ভিক্ষাবৃত্তি। 
নিজের বিবেককে বন্ধক রেখে স্বার্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
দেশের টাকা লুটপাট করে সুইচব্যাংকে জমানোও ভিক্ষাবৃত্তি।
যাবতীয় যৌতুক ছোট হোক , বড় হোক- এই লোভ করাটাও ভিক্ষাবৃত্তি।
এয়ারপোর্টে বিদেশ ফেরত যাত্রীদের নানা টালবাহানা করে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার নামে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।

এসব কাজ আরেকবার করার আগে দয়া করে এই কিশোর রাসেলের ছবিটির দিকে একবার ভালো করে চেয়ে দেখুন। তারপর নিজের বিবেককে প্রশ্ন করুন যদি পঙ্গু রাসেল একটা পয়সা ভিক্ষা না নিয়ে সৎভাবে জীবন চালাতে পারে, তবে আপনারা পারবেন না কেন?
জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।
(নিজের আঁকা ছবিতে নিমজ্জিত-কিশোর যোদ্ধা রাসেল- ছবি ডেইলি স্টার থেকে নেয়া।)
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

No comments: