Time is money

Thursday, November 26, 2015

আসছে ওয়াইফাইয়ের চেয়ে শতগুণ বেশি গতির ইন্টারনেট LIFI z5

কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আপনাদের অবস্থাটা আরেকটু ভালো করে দিতে আমার আজকের টিউন।
ওয়াইফাই প্রেমিরা একটু নড়েচড়ে বসতে পারেন। কারন আপনারা যদি ভেবে থাকেন সারা জীবন ওয়াইফাই নিয়েই থাকবেন তাহলে মনে হয় এই টিউনটা পড়ে আপনাদের চিন্তাধারায় কিছুটা পরিবরতন আসবে।:-P
আসছে তারবিহীন নতুন ইন্টারনেট প্রযুক্তি লাই-ফাই। 😛  যা ওয়াইফাই এর চেয়ে একশ গুন বেশি গতি সরবরাহ করতে পারবে, 😯 এবং এই গতিতে সম্পূর্ণ একটি মুভি মাত্র কয়েক সেকেন্ডেই ডাউনলোড করা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।।  😡
lifi
লাইফাই
আন্তর্জাতিক গনমাধ্যম বিজনেস টাইম জানিয়েছে আধুনিক এই ইন্টেরনেট প্রযুক্তির খবর। তাদের প্রতিবেদনে জানা গেছে, ভেলিমনি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘ গবেষণার পর আবিষ্কার করেছে এই প্রযুক্তি। এস্তেনিয়ার কয়েকটি ব্যাবসায়ি প্রতিষ্ঠানে লাইফাইয়ের সফল পরিক্ষাও চালিয়েছে। পরিক্ষাতে লাইফাইএর গড়ে প্রায় ২২৪ গিগাবাইট স্পিড পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   :roll:  :roll:
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, লাইফাই মুলত এলইডি লাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে। ২০১১ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করা হলেও এটির চূড়ান্ত পরিক্ষা চালানো হবে ২০১৫ এর শেষের দিকে।  👿
এতো বেশি গতিময় হলেও একটা সিমাবদ্ধতা থাকবে লাইফাই প্রযুক্তিতে। 😮   ওয়াইফাই সিগন্যাল এর মতো এই প্রযুক্তি দেয়াল অথবা এই ধরনের কোন জিনিস ভেদ করে ইন্টারনেট সেবা দিতে পারবেনা। 😥 😥  কারন এলইডি লাইট এর আলোক রশ্মির মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকবে বলে জানিয়েছে উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি।।

No comments: